adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালি দেওয়ার অপরাধে গ্রেফতার হলো পৌর মেয়র

mayor-1419435201ডেস্ক রিপোর্ট : রাজশাহীর বাঘা উপজেলার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, মদপান করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালিগালাজ করার অপরাধে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান, মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানী, ভাঙচুর, সরকারি কর্মকর্তাকে মারপিট, পুলিশকে হুমকিসহ ২২টি মামলা রয়েছে। এ ছাড়া ২০১২ সালের ১২ জুন মদপান অবস্থায় মেয়র আক্কাছ আলী তার সহকর্মীদের নিয়ে উপজেলার নতুন বাসটার্মিনালে মা-আমেনা খাবার হোটেলে প্রবেশ করে ভাঙচুর ও ৬০ হাজার টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে।
দোকানের ম্যানেজার নজরুল ইসলামকে অকাথ্য ভাষায় গালাগাল করলে ওই সময় তিনি বাদী হয়ে অভিযোগ করলে তাকে মারপিট করা হয় বলে ওসি জানান। এ ছাড়া চলতি বছরের ২ জুন মেয়র আক্কাছ আলীর নামে থানায় এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই সময় বাঘা থানা পুলিশের এসআই সোহেল আহাম্মেদকে অশ্লীল ভাষায় গালাগালি করায় তিনি তার নামে থানায় একটি জিডি করেন।
এ ছাড়া ১২ ফেব্র“য়ারি রাজশাহীর আদালতের নাজির রুহুল আমিনকে মারপিট ও সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় আক্কাছ আলী গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে আটক ছিলেন বলে ওসি জানান।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া