adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ : মজীনা

http://joyparajoy.com/bg/wp-content/uploads/2014/04/image_200_40858.jpg

নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, মধ্যম আয়ের দেশ। এই দেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ। বাংলাদেশকে জানতে ও বুঝতে আমি সারা  দেশে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, এখানকার কৃষকরা খুবই ভালো। আমি আসার সময় একটি বাজারে এতো পেঁয়াজ দেখেছি যা বিস্ময়কর।আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র  পেশ করি, তখনই আমি বলেছিলাম আমি সারা দেশ ঘুরে বেড়াবো, বাংলাদেশকে জানবো। তারই অংশ হিসেবে পাবনায় আসা।-বলেন মজীনা। রোববার দুপুর ১২টায় পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মজীনা এসব কথা বলেন। তবে এসময় তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না ও রাজনৈতিক কোনো বক্তব্যও রাখবেন না বলে জানান।অনুষ্ঠানে পাবনার  জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ড. ফারুক আহমেদ বক্তব্য রাখেন।মজীনা এসময় সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছে পাবনার অর্থনৈতিক উন্নয়ন, কৃষকদের সমস্যা ও সম্ভাবনার কথা জানতে চান। প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থার কথা জানতে চান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দারিদ্র কমিয়ে আনার বিষয়ে সাংবাদিক ও সুধীদের কাছে জানতে চান।এছাড়া গত বছর পাবনার বনগ্রামে ঘটে যাওয়া সহিংস ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার মজীনার কাছে এ বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।এই সফরে মজীনা পাবনার রতদ্বীপ রিসোর্ট, প্রাচীন ভবন শীতলাই হাউজ, তারাশ বিল্ডিংসহ কয়েকটি প্রাচীন নির্দশন পরিদর্শন করছেন বলে জানা গেছে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া