adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ র‌্যাংকিংয়ের ১০ নম্বরে বাংলাদেশ

BCBশামীম হোসেন : সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হলেও টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে আছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান মোটেও সন্তোষজনক নয়। ৭৩ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। যেখানে ৭৭ রেটিং নিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান ৯ নম্বরে।
গত মঙ্গলবার প্রকাশিত র‌্যাঙ্ককিংয়ে ১২৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের এক ধাপ উন্নতি হয়েছে। ১২০ রেটিং নিয়ে তারা এখন দুই নম্বরে। আর ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে। আর ১১৮ রেটিং নিয়ে পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে ভারত আছে চতুর্থ স্থানে। এ ছাড়া পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে আছেÑ ওয়েস্ট ইন্ডিজ (১১৭), দক্ষিণ আফ্রিকা (১১১), নিউজিল্যান্ড (১০৮), ইংল্যান্ড (১০৭)।
এদিকে, ব্যাটসম্যানদের তালিকায় দেখা যায় আমূল পরিবর্তন। সাত রেটিং পয়েন্টে এগিয়ে গিয়ে ব্যাটসম্যানদের শীর্ষ স্থান দখলে করে নেন ভারতের টেস্ট অধিনায়ক ভিরাট কোহলি (৮৬১)। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে না খেলায় ১৭ পয়েন্ট হারিয়ে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি (৮৫৪)। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হ্যালস (৮৪১)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ফাফ ডু প্লেসিস এবং ক্রিস গেইল। ছয়, সাত, আট, নয় ও দশ নম্বরে রয়েছেন যথাক্রমে ব্রান্ডন ম্যাককালাম, কাউসাল পেরেরা, ইয়ন মরগান, মার্টিন গাবটিল ও ডেবিড ওয়ার্নার।
এখানে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান মোটেই সন্তোষজনক নয়। তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা গেল ২০ নম্বরে। আর ৩৯ নম্বরে আছেন তামিম ইকবাল।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া