adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে হামলার ঘটনায় প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের

France1447462841আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় শুক্রবার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বিভিন্ন রেস্টুরেন্ট, বার ও কনসার্টে হামলাগুলো চালানো হয়। হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
 
এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্ব নেতৃবৃন্দ।
 
হামলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে বসে ফ্রান্স-জার্মানির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দেখছিলেন। স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় হামলায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
 
হামলার পর ফ্রান্স প্রেসিডেন্ট তৎক্ষণাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন। হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
 
ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ তার দেশে এ হামলাকে ‘অভূতপূর্ব’ হিসেবে উল্লেখ করেছেন।
 
এ হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ফ্রান্সের পাশে আছে।
 
হোয়াইট হাউসে ওবামা সাংবাদিকদের বলেন, ‘নিরপরাধ বেসামরিক লোকজনকে ভীতসন্ত্রস্ত করার জন্য আরেকটি জঘন্য চেষ্টা আমরা ফ্রান্সে দেখলাম। ফ্রান্সের সরকার ও জনগণের যে কোনো প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এসব সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করতে এবং যে কোনো সন্ত্রাসী নেটওয়ার্ককে শায়েস্তা করার জন্য প্রস্তুত।’
 
তিনি আরো বলেন, ‘যারা মনে করছে যে, ফ্রান্সের মানুষকে কিংবা তারা যে ন্যায়পরায়ণতার জন্য লড়াই করে সেটিকে ভয় দেখাতে পারবে, তারা ভুলের মধ্যে আছে।’
 
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ফ্রান্সে হামলায় তিনি ‘হতভম্ব ও ব্যথিত’ হয়েছেন।
 
এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘ফ্রান্সের জনগণের জন্য আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইলো। তাদেরকে সাহার্য করার জন্য যা যা করণীয়, আমরা তা-ই করব।’
 
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় তিনি পুরোপুরি ‘হতভম্ব’ হয়েছেন।
 
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই মুহূর্তে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ, তাদের পরিবার ও প্যারিসের সব জনগণের জন্য আমার সহমর্মিতা রইলো। জার্মানি তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য প্রস্তুত আছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া