adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ জামালের দুর্দান্ত সূচনা

football news limon_78679ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ হাতে রেখে দেশের মাটিতে পেশাদার লিগ শিরোপা জয়ের পর দেশের বাইরেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি কাব। কিরগিজস্তানের বিশকেকে এএফসি কাপের প্লে-অফ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে দলটি।
বৃহস্পতিবার প্রতিপ বেনফিকা ডি ম্যাকাও কাবকে ৪-১ গোলে হারিয়েছে টানা দুই বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী এই কাব। জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড সাখাওয়াত রনি।

প্রথমার্ধ শেষে খেলায় ১-১ গোলে সমতা ছিল। ২৬ মিনিটে নিকির গোলে এগিয়ে যায় বেনফিকা (০-১)। ৪৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার গোলে সমতা ফিরিয়ে বিরতিতে যায় ধানমণ্ডির অভিজাত পাড়ার এই কাব (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই দল গোলের দেখা পাচ্ছিল না। তবে ৭২ মিনিটে গোল করে শেখ জামালকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক মামুনুল (২-১)। ৫ মিনিটের ব্যবধানে আবার গোল করেন সাখাওয়াত রনি (৩-১)। ৮৬ মিনিটে রনি শেষ গোলটিও করেছেন (৪-১)।

উল্লেখ্য, এএফসি কাপের প্লে-অফ কোয়ালিফাইং ম্যাচে ‘বি’ গ্রুপে রয়েছে শেখ জামাল। যেখানে তাদের অপর সঙ্গী কিরগিজস্তানের আলগা বিশকেক। শেখ জামালের শেষ ম্যাচটি স্থানীয় এই কাবের বিপে ১৫ আগস্ট। প্লে-অফে জায়গা করে নিতে হলে তিন দলের গ্র“পে চ্যাম্পিয়ন হতে হবে মামুনুলদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া