adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল রপ্তানি করে শতকোটি টাকা আয়

Human-hair-007জাফর আহমদ : চুলজাত পণ্য রপ্তানি করে প্রতিবছর দেশ প্রায় শতকোটি টাকা বৈদেশিক মূদ্রা আয় করছে। একই সাথে এ খাতে পরোক্ষ-প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ হাজার মানুষের। এ খাতে বিদেশি বিনিয়োগ আছে প্রায় দেড় হাজার কোটি টাকা।   
ইপিবি’র তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মানুষের চুল ও কৃত্রিম চুল রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৫০ কোটি ৪৬ লক্ষ টাকা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৬ কোটি ৯০ হাজার টাকা। পাঁচ মাসে প্রবৃদ্ধির হার ৩৬ দশমিক ৭৯ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯৪ কোটি টাকা। গতবছরে রপ্তানি আয়ের পরিমান ছিল ৯৭ কোটি ২৬ লক্ষ টাকা। এর বাইরে সরাসরি সীমান্ত পথে মায়ানমারে যাচ্ছে বিপুল পরিমান চুল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী দু’ধরনের চুল ও চুলজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। একটি হচ্ছে মেয়েদের চুল আচড়ানোর সময় ঝরে পড়া ১০০ গ্রাম চুল ১০০ থেকে দেড় শ টাকাতে সংগ্রহ করে। পরে  তা  প্রক্রিয়াকরন বা প্রক্রিয়া ছাড়া বিদেশে রপ্তানি করা হয়। চুল সংগ্রহের সাথে সুত্রগুলো জানায়, গৃহস্থালির কাজে ব্যহƒত ছোট্ট ছোট্ট পণ্য ফেরি করে বিক্রির সময় গাঁয়ালরা এ সব পণ্যের বিনিময়ে টাকার বিনিময়ে চুল সংগ্রহ করে।  পরে তার কিছু অংশ সীমান্ত পথে মায়ানমারে যায়। এর কিছু অংশ ইপিজেডগুলোতে প্রক্রিয়াকরন করে বিদেশে রপ্তানি হয়। অপরটি সিনথেটিক ইয়ার্ন প্রক্রিয়াকরন করে রপ্তানি করা হয়। এটা কৃত্রিম চুল।  এ কৃত্রিম চুলই  রপ্তানির প্রায় পুরোটা। যা বিদেশি ক্রেতাদের কার্যাদেশের বিপরীতে ব্যাংকে ঋণপত্র খোলার মাধ্যমে রপ্তানি হয়। এ চুলজাত পণ্য প্রধানত: ইউরোপ ও আমেরিকাতে রপ্তানি করা হয়।
চুল প্রক্রিয়াজাত খাতের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। উত্তরা ইপিজেড, ঈর্শ্বদী ইপিজেড ও মংলা ইপিজেডে এ সব চুল প্রক্রিয়াকরন প্রতিষ্ঠানগুলো অবস্থিত। সরাসরি এসব বিনিয়োগকারি প্রধানত: চীনের। এ সব প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে। এরমধ্যে উত্তরা ইপিজেডে অবস্থিত ইভারগ্রীন প্রডাক্ট লিমিটেডই প্রতি মাসে প্রায় ১০ কোটি টাকা। এবং এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় সাত হাজার মানুষের। এর বাইরে ঈশ্বর্দী ইপিজেড ও মংলা ইপিজেডে এ সব প্রতি¯¤ান অবস্থিত। মাথা আচড়ানোর সময় মেয়েদের মাথা থেকে ঝরে পড়া চুল সংগ্রহ ও বেচা-কেনার কাজটি মূলত: স্থানয়িভাবে হয়ে থাকে। এ কাজের সাথে পরোক্ষ-প্রত্যক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষ কর্মরত আছে। এ চুলের বড় একটি অংশ সীমান্তপথে মায়ানমার চলে যায়।  ইপিবি দেয়া তথ্য অনুযায়ী রপ্তানি হওয়া চুলজাত পণ্যের প্রায় পুরোটাই সিনথেটিকস ইয়ার্ণ কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। যার পুরোপুরি বিদেশে রপ্তানি হয়। সামান্য অংশ আছে যা মেয়ের ঝরে পড়া চুল থেকে সংগ্রহ করা।     
এ ব্যাপারে এখাতের সর্বোচ্চ বিনিয়োগকারি ইভারগ্রীণ প্রডাক্ট  লিমিটেড এর উর্দ্ধতন কর্মকর্তা সুব্রত সরকার আমাদের অর্থনীতিকে জানান, উইংস ও চুল প্রক্রিয়াকরণে উত্তরাঞ্চলের প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ সব পণ্য রপ্তানি করে প্রতিমাসে প্রায় ১০ কোটি টাকা বৈদেশিক মূদ্রা আয় করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া