adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের পর্দা উঠছে আজ

Saff1439058621ডেস্ক রিপোর্ট : আজ ৯ আগস্ট রোববার সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে। জেলা স্টেডিয়ামে ছয় দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতিসহ বিভিন্ন দিক নিয়ে শনিবার বিকেলে ছয় দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলগুলো ভালো খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

নেপাল অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে দিয়ে শুরু হওয়া সংবাদ সম্মেলনে নেপালের কোচ উপেন্দ্র মন সিং বলেন, ‘আমরা এক মাস ধরে অনুশীলন করেছি। প্রস্তুতিটা ভালো হয়েছে। নেপালের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কিশোর ফুটবলারদের নিয়ে মূল দল গড়েছি আমরা। সর্বোচ্চটা দিতে চাই এবার। গত দুই বার টূর্নামেন্টটি আমাদের দেশে হলেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার ভালো খেলে কোয়ালিফাই রাউন্ডে যাওয়ার ল্য রয়েছে আমাদের।’

কোচের কথাই পুনরাবৃত্তি করলেন নেপালের দলপতি মানিষ কারকি। তিনি বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। ছেলেরা নিজেদের নিঙড়ে দিতে প্রস্তুত।’
শ্রীলঙ্কা দলের কোচ মোহাম্মদ রোমিও ভালো খেলার ল্েযর কথাই বললেন, ‘আমাদের দলটি ব্যালেন্সড। এই টুর্নামেন্ট আমাদের জন্য বিগ চ্যালেঞ্জ। স্বাগতিক বাংলাদেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আমাদের গ্রুপে পড়েছে। লড়াইটা দুর্দান্ত হবে।’
এক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন জানিয়ে দলটির অধিনায়ক মোহাম্মদ আফরান সেমিফাইনালে যাওয়ার ল্েযর কথা জানান। খুব বেশি আশার বাণী না শোনালেও ভালো খেলাই ল্য বলে জানিয়েছেন আফগান কোচ মো. ঈসা জাহিদ। ইংরেজি বলতে না পারা জাহিদ দোভাষীর সাহায্য নিয়ে বললেন, ‘আফগান ফুটবল ফেডারেশন এ টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে। আমরা ভালো খেলতে চাই।’ আফগান দলপতিও ভাঙা ভাঙা ইংরেজিতে কোচের কথার পুনরাবৃত্তি করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী টুর্নামেন্টে কত দূর যাওয়ার ল্য এ বিষয়ে সুুনির্দিষ্ট কিছু বলতে চাননি। তবে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বললেন, ‘বাংলাদেশেল মাটিতে খেলা হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। আমরা ভালো খেলা উপহার দিতে পারব বলে আশাবাদী।’ কোচ জানালেন, দলে থাকা ফুটবলাররা অনেকে পরীায় ব্যস্ত থাকায় মাত্র ২০ দিন আগে থেকে এ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। তারপরও দলটি ব্যালেন্সড।

গত দুই টূর্নামেন্টে বাংলাদেশ ভালো করতে পারেনি উল্লেখ করে কোচ বললেন, এবার আমরা ভালো কিছু করতে চাই।
বাংলাদেশের দলপতি শাওন হোসেনের কণ্ঠে আত্মবিশ্বাসের ফুলঝুরি ঝরল, ‘অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আমাদের ফুটবলাররাই সবচেয়ে দ্রুতগতির। প্রতিপকে কাঁপিয়ে দিতে এটা কাজে লাগবে।’

তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ১-১ গোলে ড্র, পরের ম্যাচে ৮-১ গোলে জয় এবং শেষ ম্যাচে ২-১ গোলের হারের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। তবে আশ্বস্ত করেন কোচ, ‘আমরা ম্যাচগুলোতে স্কোয়াডে থাকা সব প্লেয়ারকে পরখ করে দেখতে চেয়েছি। এজন্য একটু সমস্যা হয়েছে। ছেলেদের মধ্যে জেদ আছে। সবাই ভালো করতে চায়।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সহকারী কোচ ফার্নান্দোজ অল্প কথায় যা বললেন, তার সারাংশ হচ্ছে, ‘ভারত গতবারের চ্যাম্পিয়ন। তবে এবার নতুন করেই সবকিছু শুরু করতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিষয়টি আমাদের মাথায় নেই। আমরা প্রস্তুত হয়ে এসেছি। ভালো খেলতে চাই। আবারও চ্যাম্পিয়ন হতে চাই।’ মালদ্বীপের কোচ মোহাম্মদ সাদিল ও ম্যানেজার মোহাম্মদ জাওয়ারও নিজেদের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানালেন। তবে তাদের কণ্ঠে শোনা গেল অন্য সুর। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য এই টুর্নামেন্টকে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই নিচ্ছেন তারা। তবে তাদের ল্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া