adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুরি হওয়া প্রাইভেট কার ২২ বছর পর উদ্ধার

1438922182car-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : চুরি যাওয়ার ২২ বছর পর উদ্ধার হল প্রাইভেটকারটি। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই এক বিস্ময়কর ঘটনা। ১৯৯৩ সালে দণি আফ্রিকার প্রিটোরিয়ার ব্যবসায়ী ডেরিক গুসেনের ধূসর রংয়ের টয়োটা করোলা গাড়িটি খোয়া গিয়েছিল। আর গাড়িটি তিনি ফিরে পান ১৯৮৮ সালে।

দুই সপ্তাহ আগে পুলিশ কর্মকর্তা কোয়াকা এনতোকোলার ফোন করে জানান গাড়িটি পাওয়া গেছে। এতে চমকে উঠেন তিনি। নিজের সেই পুরনো গাড়িটি এখনো সচল রয়েছে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান গুসেন।

তিনি বলেন, ‘আমি এটা পরিষ্কার করে চালাব। গাড়িটির সবকিছুই সচল রয়েছে। এটা আমার বিশ্বাসই হচ্ছে না!

গাড়িটি উদ্ধারের পেছনে অবশ্য পুলিশ কর্মকর্তা এনতোকোলার ভূমিকা অনেক। গত বছর লিম্পোদো প্রদেশে আটকের পর গাড়িটির ইঞ্জিন নাম্বার নিয়ে পুরনো নথিপত্র ঘেঁটে আসল মালিককে সনাক্ত করে পুলিশ। পুলিশ কর্নেল রোনেল ওত্তো তাই এনতোকোলাকে ‘সত্যিকার পুলিশ সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন। তবে গাড়িটির চোরের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
২২ বছর পর গাড়ি ফেরত পেয়ে কেই বা তা মনে রাখে! হ্যাঁ, গুসেনের চিন্তা এখন প্রাইভেটকারটিকে ঘিরেই। সূত্র: রয়টার্স

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া