adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে আরব আমিরাত ও ওমানের মাটিতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই আসরে শর্তসাপেক্ষে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল আরব আমিরাত কতৃপক্ষ।

এই মেগা আসরের ফাইনালকে জমকালো করতে মাঠ ভর্তি দর্শক চাচ্ছে বোর্ড অব কন্টোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে আলোচনাও করেছে আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠতি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় এই স্টেডিয়ামের ফাইনালে ২৫ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি চেয়েছে বিসিসিআই। নিউজ এইটিনকে বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, বিসিসিআই এবং ইসিবি ফাইনালে মাঠে দর্শক চায়। দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিলে জামজমকপূর্ণ পরিবেশে ম্যাচ হবে। উভয় ক্রিকেট বোর্ডই এটার জন্য অনুমতি চেয়েছে।

এদিকে আরব আমিরাতের মাটিতেই চলছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এই ফ্র্যাঞ্চাইজি আসরেও শর্ত সাপেক্ষে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। দুবাইয়ের মাঠে খেলা দেখতে হলে, দর্শককে বাধ্যতামূলক দুই ডোজ ভ্যাক্সিন নিতে হয়। আর শারজাহতে খেলা দেখতে দুই ডোজ ভ্যাক্সিন বাধ্যতামূলক গ্রহণের পাশাপাশি ১৬ বছরের উপরের বয়সী হতে হবে। – নিউজ এইটিন/ ক্রিকফ্রেঞ্জি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া