adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইমরুল খেলবেন তিন নম্বরে!

IMRULনিজস্ব প্রতিবেদক : দলে ফিরেছেন মুমিনুল হক। তিন নম্বরে ব্যাট করবেন কে? ইমরুল নাকি মুমিনুল? ভিতরে ভিতরে এ দুজনের মধ্যে হয়তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ইমরুল কায়েস।
মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন,‘ আমি তো মনে করি এটা ইতিবাচক দিক। টিমে হেলদি কম্পিটিশন থাকলে সেটা ভালো। কম্পিটিশন বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জনকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলব এটা একটা ভালো দিক দলের জন্য। এবং তারা পারফর্মও করবে।’
সাধারণত তিন নম্বরে ব্যাট করে থাকেন মুমিনুল। অন্যদিকে ২৮ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে তিন নম্বরে ব্যাট করেছেন ইমরুল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে দেখা যাবে ইমরুলকেই। কোচ নাকি ইমরুলকে সেটাই বলেছেন।
ইমরুল বলেন,‘ দেখেন, সবশেষ একটা টেস্ট ম্যাচ, যেটা শ্রীলঙ্কায় খেলেছি। সেখানেও কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। আমি আসলে কোচের সাথে কথা বলছি। কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে এডজাস্ট করতে হচ্ছে।’

ইমরুল আরো বলেন,‘ আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাব। এটা আসলে এডজাস্ট করে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না। একটা সময় আমিও পারতাম না। তারপরও এডজাস্ট করতে হচ্ছে। দলের জন্য, দলের প্রয়োজনে খেলতে হচ্ছে।’
ওপেনিং কিংবা ওয়ান ডাউন, ব্যাটিং পশিজন নিয়ে খুব একটা মাথা ঘামান না ইমরুল। তার কাছে দেশের হয়ে খেলাই বড় কথা। ইমরুল বললেন,‘ ‘আমি মনে করি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলাই সবচেয়ে বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করি। ব্যাটিংয়ের জায়গা নিয়ে নিজের পছন্দ থাকে। কিন্তু দল যেটা ভালো মনে করে সেটাই করতে হবে। আমার মনে হয়, দুই জায়গায়ই আমি ব্যাটিং করতে রাজি; ওপেনিং বা তিন নম্বর যাই হোক।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া