adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসভা থেকে কংগ্রেসের ২৫ এমপি বহিষ্কার

lokhsova1438608064আন্তর্জাতিক ডেস্ক : ‘বিশৃঙ্খলার’ দায়ে ভারতের লোকসভায় কংগ্রেসের ২৫ সংসদ সদস্যকে (এমপি) পাঁচদিনের জন্য বহিষ্কার করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। এ ঘটনায় কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধী দিনটিকে ‘গণতন্ত্রের জন্য কালো দিবস’ হিসেবে আখ্যায়িত করেছেন।
 
স্পিকার বার বার নিষেধ করা সত্ত্বেও হই-হট্টগোল, প্লাকার্ড বহন ও কালো ব্যাজ ধারণ করে সংসদে আসায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশের পর স্পিকার সুমিত্রা মহাজন বলেন, ‘কোনো কঠিন সিদ্ধান্ত নেয়া আমার স্বভাববিরুদ্ধ। এই বহিষ্কারাদেশের মধ্য দিয়ে সবাইকে একটি সতর্ক বার্তা পাঠানো হলো।
 
২৫ এমপিকে বহিষ্কারের প্রতিবাদে এবং তাদের প্রতি সংহতি জানিয়ে পাঁচ দিনের জন্য বর্ষাকালীন সংসদ অধিবেশন বয়কট করেছে আম আদমি পার্টি।
ললিত মোদি কাণ্ডে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ ভারতীয় জনতা পার্টির প্রভাবশালীর তিন নারীকে বহিষ্কার ও বিচারের দাবিতে শুরু থেকেই লোকসভার বর্ষাকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। ২৫ কংগ্রেস সদস্যকে বহিষ্কার করার পর সোনিয়া গান্ধী এক প্রতিক্রিয়ায় বলেন, এর পরও তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া