adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রিকশা চালাইতাম না- শুক্রবার মন্ত্রীর বিয়া চাইতাম যামু’

ssssssssssssssssডেস্ক রিপোর্ট : রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে আজ ৩১ অক্টোবর শুক্রবার। মন্ত্রীর শ্বশুরবাড়ি চান্দিনায় বিয়ের আয়োজন সম্পন্নের পথে। ৬৮ বছর বয়সে মন্ত্রীর বিয়ে নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল, আলোচনা, সমালোচনার যেন শেষ নেই। শহর গ্রামের সব জায়গায় চলছে মন্ত্রীর বিয়ে নিয়ে নানা কথা, নানা গল্প।
সরগরম হয়ে উঠেছে জেলার অন্যান্য এলাকার মতো চান্দিনা ও কুমিল্লা জেলা শহর। বাসস্ট্যান্ড, চায়ের দোকান, বাজার, মোড়ে মোড়ে থেমে থেমে উঠছে মন্ত্রীর বিয়ে প্রসঙ্গ।
নগরীর কান্দিরপাড় এলাকার মহিন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘প্রত্যেক দিন তো রিকশা চালাই। রিকশা চালাই টাকা কামাই। একদিন না কামালে কিতা হয়। শুক্রবার রিকশা চালাইতাম না, মন্ত্রীর বিয়া চাইতাম (দেখতে) যামু।’
নগরীর খন্দার শপিং কমপ্লেক্সে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় আনোয়ার নামে এক ব্যবসায়ীর। তিনি বলেন, ‘আমার দোকানে এসে ক্রেতারা মন্ত্রীর বিয়ে নিয়ে নানা মন্তব্য করেন। আমরাও এ সব মন্তব্যে শরিক হই। মন্ত্রীর বিয়ের ব্যাপারটি আমরা বেশ উপভোগ করছি।’
উপজেলা পরিষদ এলাকায় অপর রিকশা চালক মফিজ উদ্দিন বলেন, ‘আমাগো মন্ত্রী বিয়া করতেছে এইড্যা হুনে আমরা খুব খুশি হইছি। দোয়া করি মুজিব সাব সংসার-ধর্ম নিয়া যেন ভালাভাবে জীবন কাটাইতে পারে।’
চান্দিনার আবদুল আওয়াল নামে মুদি দোকানি বলেন, ‘ভাই রিক্তা এবং রেলমন্ত্রীর বিয়ের কথা- আইজক্যা দুই মাস হুনতে আছি। এই নিয়া মানুষের নানা কতা কান দুডারে কানঝালা কইর‌্যা ফেলাইছে।’
চান্দিনার স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা জানান, রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে লোকজনের আয়োজন দেখেছি। আজ বিকেল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। এলাকার কাঁচা রাস্তা মন্ত্রীর বিয়ে উপলক্ষে পাঁকা করা হয়েছে।
কনে বাড়ির আয়োজন : কনে হনুফা আক্তার রিক্তার (২৯) বাবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বর সাজে রেলমন্ত্রী ঢাকার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে চান্দিনায় কনের বাড়িতে যাবেন। ইতোমধ্যে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দুটি বিয়ের গেট। পুরো বাড়ি সাজানো হয়েছে আলোকসজ্জার লাল-নীল বাতি দিয়ে। বরযাত্রীদের আপ্যায়নের জন্য তৈরি করা হয়েছে তিনটি প্যান্ডেল। নিরাপত্তা ব্যবস্থা ও সেবার জন্য কনের পরিবারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এক শ’ স্বেচ্ছাসেবক।
অতিথিদের অভ্যর্থনা জানাতে বিয়েবাড়ির প্রধান ফটকে উভয়পক্ষ থেকে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করবেন। তারা অতিথিদের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ভেতরে প্রবেশের সুযোগ দেবেন। আমন্ত্রণ ছাড়া কোনো ব্যক্তি বিয়ে বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবেন না। কনের বাড়ির সব আয়োজনের দায়িত্ব পালন করছেন কনের খালাত ভাই কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নেতা লুতফুর রেজা খোকন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া