adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহারুখ খান এবার মারাঠা মন্দিরের মালিক

images97বিনোদন ডেস্ক : এক ভোরবেলায় চুক্তিতে হস্তান্তরিত হয়ে গেল মারাঠা মন্দিরের মালিকানা। শোনা যাচ্ছে, বলিউডের বাদশা কিং খান ও প্রযোজক আদিত্য চোপড়া কিনে নিয়েছেন এ হলটি।
১৯৯৫ সালের ১৮ অক্টোবর মুক্তির পর থেকেই ‘মারাঠা মন্দির’ হলে চলছিল শাহরুখ ও কাজলের অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র প্রদর্শনী। টানা ১০০৯ সপ্তাহ চলার পর এ শোটি বন্ধ করার সিদ্ধান্ত নেন মারাঠা মন্দির কর্তৃপক্ষ।
এ খবর শুনে আবেগপ্রবণ হয়ে ওঠেন শাহরুখ খান। কারণ তার মতো বাকি ২ খানের এতদিন ধরে চলা ছবি কোনো রেকর্ড নেই। তাছাড়া এ ছবিটিই প্রমাণ করে ‘তিনি বলিউডের বাদশা’। আর নায়কের মন খারাপ শুনে এদিকে বিচলিত হয়ে পড়েন প্রযোজক আদিত্য চোপড়াও। তাই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র প্রদর্শনী অব্যাহত রাখতে এ হলটিই কিনে নিয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ জানুয়ারি সকাল ৩টার সময় মারাঠা মন্দির মালিক পিকে বেচারা সঙ্গে দেখা করেন শাহর“খ। আর তখনই নাকি সব কথাবার্তা হয়ে যায়। তবে পুরোটাই বলি অন্দরের খবর। এ বিষয়ে শাহরুখ বা আদিত্য কেউই প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু শো বন্ধ করে দেয়ার নির্ধারিত দিনের পর আরো এক সপ্তাহ এ ছবিটি দেখানোর সিদ্ধান্ত এ জল্পনা আরো পোক্ত করেছে। যদিও মারাঠা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, দর্শকদের বহুল অনুরোধ আসায় তারা এ সিদ্ধান্তটি নিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া