adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরমাণু বোমা বানাতে ইসরাইলকে ৫০ কোটি ডলার দিয়েছিলো জার্মানি

a7660274c813fd7f6a3aab01782c9eaf_XLআন্তর্জাতিক ডেস্ক : ১৯৬০ এর দশকে পরমাণু বোমা তৈরির জন্য ইহুদিবাদী ইসরাইলকে গোপন অর্থের যোগান দিয়েছিল ততকালীন পশ্চিম জার্মানি। কথিত ১০ সালা ঋণের আওতায় ইহুদিবাদী ইসরাইলের নেগেভ মরুভূমির দিমুনা পরমাণু স্থাপনা উন্নয়নে মোট ৫০ কোটি ডলার দেয়া হয়েছিল। ততকালীন জার্মান চ্যান্সেলর কোনরাড আডেনাওয়ার সরকার এ গোপন অর্থের যোগান দিয়েছিল বলে জানিয়েছে দেশটির দৈনিক ডাই ওয়েল্ট।
 এতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেস যখন তেল আবিবের পরমাণু প্রকল্পের দায়িত্বে ছিলেন তখন এই চুক্তি করা হয় এবং চুক্তির বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি।
 খবরে আরো বলা হয়েছে, ১৯৬০ সালের ১৪ মে নিউ ইয়র্কের একটি হোটেলে ইহুদিবাদী ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ানের সঙ্গে বৈঠক করেন আডেনাওয়ার। এ বৈঠকে ইহুদিবাদী ইসরাইলকে ১০ সালা ঋণ দেয়ার বিষয়ে সম্মত হয় জার্মানি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া