adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে নববধূর উপর বর্বরতা : পুলিশ মামলা নেয়নি

nari-nirjaton-0জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজার সদর উখিয়া উপজেলার কুতুপালং নিবাসী এক হত দরিদ্র ব্যক্তির নাম বিদর্শন বড়ুয়া। অনেক কষ্ট এবং মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে গত ২৮ জুন, ২০১৫ মেয়ের বিবাহ দিয়েছিলেন। মেয়ের নাম ইতি বড়ুয়া। মেয়ের বিবাহ দিয়েছিলেন মধ্যম রতœা নিবাসী মনমোহন বড়ুয়ার পুত্র রদেশ বড়ুয়ার সাথে। ভাগ্যের নির্মম পরিহাস, সংসার করা হল না মেয়েটির। 
গত ৯ জুলাই স্বামী রদেশ বড়ুয়ার ঘর থেকে অপহরণের শিকার হন নব বিবাহিতা গৃহবধূ ইতি বড়ুয়া। অপহরণ হওয়ার চার দিন পর ১২ জুলাই ইতিকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়। মেয়ের অভিভাবক বলছেন, ‘অপহরণকারী এবংি নর্যাতনকারীদের ইতি চিনতে পেরেছেন। তারা প্রমাণ নষ্ট করার দুরভিসন্ধি নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌছে গেছেন। বর্তমানে আমরা মেয়ের নিরাপত্তা নিয়ে শংকিত।’ ইতির বাবা বলেন, ‘স্থানীয় চেয়্যারম্যানকে জানিয়েছিলাম। কিন্তু তিনি থানায় না যেতে বলেছেন। মামলা না করার পরামর্শ দিয়েছেন ।’এদিকে থানার আশ্রয় নিতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেননি। অভিযোগ করতে হলে ঘটনার শিকার ইতিকে আসতে হবে বলেছে পুলিশ। কিন্তু ইতির এই মুমূর্ষ অবস্থায় হাসপাতাল থেকে বের হওয়া সম্ভব নয়। হত দরিদ্র এবং বর্বর নির্যাতনের শিকার মেয়েটির পাশে সচেতন সমাজ দাঁড়াবে কি ? এমন আর্তি ইতির মা – বাবার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া