adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির সভাপতি পদে জহির আব্বাসকে মনোনয়ন পিসিবির

Zaheer+Abbaস্পোর্টস ডেস্ক : আইসিসির সভাপতি পদের জন্য জহির আব্বাসকে মনোনীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার 'অলঙ্কারিক' এই পদের জন্য পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম সেঠি নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ৬৭ বছর বয়সী সাবেক ক্রিকেটার জহির আব্বাসের নাম প্রস্তাব করল পিসিবি।
সেঠি যখন পিসিবির চেয়ারম্যান ছিলেন, তখন তার উপদেষ্টা ছিলেন জহির।
আইসিসি গত সেপ্টেম্বরে পরবর্তী সভাপতি হওয়ার জন্যে পিসিবিকে সাবেক এক জন ক্রিকেটারকে মনোনোয়ন করতে বলে। কিন্তু পাকিস্তান সেঠির নাম প্রস্তাব করে। ১ জুলাই থেকে আ হ ম মুস্তফা কামালের জায়গায় দায়িত্ব নেওয়ার কথা ছিল সেঠির।
পরিস্থিতি পাল্টে যায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হওয়া গত বিশ্বকাপের পর। মুস্তফা কামাল দায়িত্ব ছেড়ে দিলে শূন্য হয়ে পড়ে আইসিসির সভাপতি পদ। তারপর গত এপ্রিলে সেঠি আইসিসির অন্তর্র্বতীকালীন সভাপতি হওয়ার জন্যে নিজের নাম প্রস্তাব করে। তখন তিনি জানিয়েছিলেন, জুলাইয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার আগের দুই মাসও ওই পদে কাজ করতে প্রস্তুত তিনি।
ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আইসিসি নাকি তাদের গত বোর্ড সভায় সাবেক কোনো ক্রিকেটারকেই ২০১৬ সাল থেকে সংস্থাটির সভাপতি করার বিষয়ে আলোচনা করে। এরপরই মূলত সেঠির বদলে সাবেক ব্যাটসম্যান জহির আব্বাসের নাম প্রস্তাব করল পিসিবি।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া