adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে

নিজস্ব প্রতিবেদক : আগামী রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বুধবার রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভবনের সভাকে অনুষ্ঠিত ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র প্রথম সভায় ব্যবসায়ীরা এ ব্যাপারে আশ্বাস দেন। এর আগে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যমন্ত্রীকে পরামর্শ দিতে দেশের শীর্ষ ২৫ ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শক কমিটি করে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঞ্চালনায় বৈঠকে কমিটির সদস্যরা নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণ, যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বে পণ্য রপ্তানি, শুল্কমুক্ত ও কোটা সুবিধা ইত্যাদি বিষয়ে বক্তব্য দেন।
কমিটির সদস্যদের মধ্যে এফবিসিসিআইর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক ও এ. কে. আজাদ, অ্যাপেক্স গ্র“পের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রধান নির্বাহী আফতাব-উল-ইসলাম, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিনউল্লাহ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংগীতা আহমেদ, আবুল খায়ের গ্র“পের চেয়ারম্যান আবুল কাশেম বৈঠকে অংশ নেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া