adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকলীগ : অবরোধ না তুললে খালেদার কার্যালয়ে ঢুকে পড়বো

DSC_0012নিজস্ব প্রতিবেদক : হরতাল অবরোধ না তুললে শ্রমিকলীগ খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করবে। কেউ ঠেকাতে পারবে না। সোমবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করা জাতীয় শ্রমিকলীগের প্রতিবাদ সমাবেশে এ হুমুকি দেয়া হয়।
চলমান সহিংসতায় প্রাণহানির ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করে জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের অন্তত দুই হাজার নেতাকর্মী সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিমুখে যাত্রা করে। বেলা ১১টা ৪৫ মিনিটে গুলশান-২ চত্বর থেকে শ্রমিকলীগের নেতারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দক্ষিণ পাশে (৮৬ নম্বর রোড) পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। ব্যারিকেড টপকে আরো সামনের দিকে অগ্রসর হয় শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গুলশান স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে আসে। সেখানে দ্বিতীয় দফা পুলিশি বাধার মুখে পড়ে তারা। বাধা পেয়ে তারা সেখানে তাতক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে। এ সময় হরতাল এবং অবরোধ বিরোধী শ্লোগান দেয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরতাল, অবরোধ প্রত্যাহার করে জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর দাবি জানান। তিনি বলেন, ‘হরতাল অবরোধ না তুললে শ্রমিকলীগ খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করবে। কেউ তাদের ঠেকাতে পারবে না।
খালেদার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিকলীগের সভাপতি শুকুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করা সংগঠনসমূহ হচ্ছে-শ্রমিকলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট, যুব উন্নয়ন অধিদফতর কর্মচারী লীগ, ঢাকা টিএনটি শ্রমিক কর্মচারী ফেডারেশন, ডেসকো শ্রমিক কর্মচারীলীগ, পল্লীবিদ্যুত শ্রমিক কর্মচারীলীগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী লীগ ও জাতীয় বিদ্যুত শ্রমিকলীগ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া