adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাথায় বিঁধে থাকা তির – ২৪০ কি.মি পথ পেরিয়ে হাসপাতালে যুবক

news_img (3)আন্তর্জাতিক ডেস্ক : যাকে বলে ‘কৈ মাছের প্রাণ’! এ এক অফুরন্ত জীবনীশক্তি। মাথায় অর্ধেক গেঁথে থাকা তির নিয়ে ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলো এক যুবক। ৩টি জেলা পেরিয়ে যখন ওই যুবক হাসপাতালে ঢোকেন, তখন চোখ কপালে উঠেছে চিকিতসক ও নার্সদের। অস্ত্রোপচার করে তিরটি বের করে তাকে সুস্থ জীবন ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন ডাক্তাররা। 

মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার আদিবাসী সম্প্রদায় ভিলদের মধ্যে তির-ধনুকের ব্যবহার রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে মাঝেমধ্যেই তিরবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্বে ভিল সম্প্রদায়ের যুবক প্রকাশকে তির মারে অর্জুন নামে তারই এক আত্মীয়। মাথার অনেকটা গভীরে গেঁথে যায় তিরটি। একটুও ভয় না পেয়ে মাথায় গাঁথা তির নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করেন প্রকাশ। ধর, বাদওয়ানি ও খরগাঁও জেলা ৩টি পেরিয়ে ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ইন্দোরে হাসপাতালে পৌঁছান প্রকাশ। 

চিকিতসকরা জানান, ব্রেনের কাছের টিস্যু ছুঁয়ে রয়েছে তিরটি। আর সামান্য ভিতরে ঢুকলে ব্রেন নষ্ট হয়ে যেত প্রকাশের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া