adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরের বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা

full_981783788_1430264197ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সর্বশেষ ঘোষিত ফলাফলে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন-
মো. আফসার উদ্দিন-১, মো. সাজ্জাদ হোসেন-২, কাজী জহিরুল ইসলাম-৩, আব্দুর রউফ-৫, আবুল হোসেন-৯, জিন্নাত আলী-১৭, মো. জাকির হোসেন-১৮, মোস্তাক আহমেদ-২৩, মো. শফিউল্লাহ-২৪, শেখ মুজিবুর রহমান-২৫, শামীম হাসান-২৬, ফরিদুর রহমান খান ইরান-২৭, মো. ফোরকান হোসেন-২৮, মো. নুরুল ইসলাম-২৯, আবুল হোসেন হাসু-৩০, মো. শফিকুল ইসলাম-৩১, হাবিবুর রহমান-৩২, তারেকুজ্জামান তারেক-৩৩, আবু তাহের খান-৩৪, মো. মফিজুর রহমান-১৯, মো. নাসির-২০, মো. ওসমান গনি-২১, মো. লিয়াকত আলী-২২, ফয়জুল মনির-৩৫, তৈমুর রেজা-৩৬।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর :শাহনাজ পারভীন, মেহেরুন্নেছা হক পিঞ্জর,সালমা কামাল,রাজিয়া সুলতানা ইতি, খালেদা বাহার বিউটি, নাজমুন নাহার হেলেন, শামীমা রহমান, কাউসার জাহান ও আলেয়া সরোয়ার ডেইজী।
মঙ্গলবার রাত সোয়া ৩টায় ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন।
উত্তরের ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।
নির্বাচনে ২৮১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ১৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটকেন্দ্র ১০৯৩টি।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক পেয়েছেন ৪,২০,৬৯৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বাস প্রতীক নিয়ে বিএনপির তাবিথ আওয়াল পেয়েছেন ২,৯১,৪৯৯ ভোট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া