adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবরি মসজিদ ভেঙে কলঙ্ক মুছেছি: বিজেপি প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক : বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে কলঙ্ক মুছেছিলেন বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত ব্যক্তি ও কট্টর হিন্দুত্ববাদী নেতা সাধ্বী প্রজ্ঞা। চলতি লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির হয়ে লড়ছেন তিনি।

বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন সাধ্বী। বাবরি মসজিদ ভাঙার কথা গর্বভরে উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, ‘বাবরি মসজিদ গুঁড়িয়ে দিতে মাথায় চড়েছিলাম। সেখানে অবশ্যই তৈরি হবে রাম মন্দির। বড় করেই হবে।’ এই প্রসঙ্গেই ফের বলেন, ‘মন্দির আমরা গড়বই। আমরাই তো মাথায় চড়ে নির্মাণ গুঁড়িয়ে দিয়েছিলাম।’

বাবরি মসজিদে ভাঙার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা কাজের শক্তি জুগিয়েছিল। দেশ থেকে একটা কলঙ্ক মুছে দিয়েছিলাম। এবার সেখানেই তৈরি হবে রাম মন্দির।’

এই মন্তব্যের কয়েক ঘণ্টা মধ্যেই তাকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, এইভাবে বারবার নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিশন। উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এর ফলে ধর্মীয় হিংসা ছড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে শুক্রবার মুম্বাই হামলায় নিহত হেমন্ত কারকারেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। বলেন, ‘তার ওপর যে পুলিশি অত্যাচার হয়েছে তার নেতৃত্বে ছিলেন হেমন্ত কারকারে।’ তাকে দিয়ে জোর করে ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণের যুক্ত হওয়ার কথাও নাকি বলিয়ে নেওয়ার চেষ্টা করা হয়৷ ব্যক্তিগত রাগ থেকেই প্রজ্ঞা হেমন্তকে অভিশাপ দিয়েছিলেন। যার জেরে মুম্বাই হামলার সময় হেমন্ত নিহত হন৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া