adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে পুলিশবাহিনীকে হত্যার চক্রান্ত নস্যাত – ৫ তরুণ গ্রেফতার

news_imgআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়াতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে ৫ তরুণকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা মেলবোর্নে আসন্ন এনজেক দিবসে পুলিশবাহিনীকে হত্যার চক্রান্ত করেছিল। পুলিশ তাদের চক্রান্ত নস্যাত করেছে। খবর আল-জাজিরার। 
শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয় ভিক্টোরিয়া পুলিশ ও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বাহিনীর পুলিশ।
আগামী ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে প্রথম বিশ্বযুদ্ধ স্মরণে এনজেক দিবস। 
ওইদিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে  পুলিশ বাহিনীর সদস্যদের দিবসটি পালনে যোগ দেয়ার কথা। সেটা আগে ভাগে জানতে পারে ৫ অস্ট্রেলিয়ার তরুণ। তারা ওইদিনে সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যার চক্রান্ত করেছিল। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার নীল গোগান স্থানীয় গণমাধ্যমকে এসব বলেন।
পুলিশ তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি। 
প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেনাবাহিনী তুরস্ক আক্রমণ করে গালিপোলির নিয়ন্ত্রণ নেয়। এদিনটিকে স্মরণ করা হয় এনজেক দিবসের নামে। প্রতিবছর ২৫ এপ্রিল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয় এনজেক দিবস।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া