adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ সামনে রেখে ৭টি অতিরিক্ত ট্রেন চলবে’

rail-mujibul-news-Rizvyনিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিশেষ সার্ভিসে ৭টি অতিরিক্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। এ ছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্পও পরিদর্শন করেন।
মুজিবুল হক বলেন, ‘ঈদুল আযহার তিনদিন আগে থেকে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে। এ সার্ভিস ঈদের পরের ৭ দিন পর্যন্ত চলবে।’
টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা অথবা কর্মচারী যেই টিকিট কালোবাজারি হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্থায়ী ক্যাম্প করেছেন। টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে তারাও সক্রিয় থাকবেন।’
টিকিট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিন ট্রেনের আড়াই লাখ টিকিট সারাদেশে বিক্রি হচ্ছে। এর মানে প্রতিদিন আড়াই লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারছে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি পোহাতে না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। কারও দায়িত্ব পালনে অবহেলার কারণে যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ পরিবার নিয়ে শিডিউল বিপর্যয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করেন, এটি কষ্টদায়ক। তাই শিডিউল বিপর্যয় যাতে না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী পাঁচ দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে। ঈদ উপলক্ষে এবার থাকছে পাঁচ বিশেষ ট্রেন সার্ভিস। সেগুলো হচ্ছে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুটি চাঁদপুর স্পেশাল, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা স্পেশাল ট্রেন। এ ছাড়াও ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে দুইটি বিশেষ ট্রেন সার্ভিস রাখা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া যাওয়ার জন্য।
যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে অতিরিক্ত ১৩৮টি যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করবে। এ ছাড়া ঈদের সময় ২৫টি অতিরিক্ত ইঞ্জিন সরবরাহ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোন সাপ্তাহিক বিরতি থাকবে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া