adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে দারুণ একটি বছর কাটালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুর মতো শেষটাও রাঙালো মাশরাফিসেনারা। চায়ের নগরী সিলেটে টাইগারদের প্রথম জয় সিরিজ নির্ধারণী হওয়ায় আনন্দ দ্বিগুণ হয়ে যায় সিলেটবাসীর। গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ কখনও আবার ‘সিলেট, সিলেট’ কোরাসে হেমন্তের শেষ সন্ধ্যা উষ্ণ করে তুলেন টাইগারপ্রেমীরা। এর মধ্য দিয়েই শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দেশ। চলতি বছরটি সিরিজ

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে সাকিববাহিনী। আগামী সোমবার সিলেটের একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
গতকাল এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে এক বছরে সবচেয়ে বেশি (২০টি) ওয়ানডে জয়ের রেকর্ড গড়ল টাইগাররা। চলতি বছরে এনিয়ে ৪১টি ম্যাচ খেলে ২০টিতে জয় পায় বাংলাদেশ। এর আগে ২০০৬ সালে ৩৩ ম্যাচে ১৯টিতে জয় পেয়েছিল টাইগাররা।

প্রথমে ব্যাট করে শাই হোপের (১০৮) সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে ওয়েস্ট উইন্ডিজ। বাংলাদেশ দলের হয়ে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৪৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন কুমার দাস। আগের ম্যাচে ৮ রান করা লিটন এদিন ফেরেন ২৩ রানে।

এরপর তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলের জয়ের পথ তৈরি করেন সৌম্য সরকার। ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের এই তারকা ওপেনার। পাওয়েলের শিকারে পরিণত হওয়ার আগে ৮১ বলে পাঁচ চার ও সমান ছক্কায় ৮১ রান করে ফেরেন সৌম্য। এর আগে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে গত ২৬ অক্টোবর সেঞ্চুরি (১১৭) করেন সৌম্য সরকার।

সৌম্যর বিদায়ের পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। আগের ম্যাচে মিরপুরে ৫০ রান করা তামিম ইকবাল এদিন ১০৪ বলে নয়টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। এদিন ওয়ানডে ক্যারিয়ারে ১৮৬তম ম্যাচে ৪৪তম ফিফটি করেন তামিম। একদিনের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করা এই ওপেনার ১১টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

ম্যান অব দ্য সিরিজ- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ম্যান অব দ্য ম্যাচ – মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া