adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে হত্যার দায়ে ২ ভাইয়ের ফাঁসির আদেশ

131341Bichar-1ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের নাইশ উপজেলায় ব্যবসায়ী মনসুর আহম্মেদকে হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের অনুপস্থিতিতে বিভাগীয় দ্রুতবিচার ট্রাইবুনালের বিচারক মুহিতুল হক এনাম এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হেশাম উদ্দিন ও তার ভাই শফিক। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, রায়ের আদেশে বিচারক দুই জনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দিয়েছেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

জানা গেছে, ২০১০ সালে ৭ মার্চ রাত সাড়ে ১০টায় চন্দনাইশের মধ্যম বাইনজুরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান চন্দনাইশ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ ৬ বছর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মৃত্যুদণ্ডের রায় দেয়। অন্যদিকে ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া