adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার জামায়াতের হরতাল

Hortal-1428775770নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় শনিবার রাত সাড়ে ১০টায় কার্যকর করেছে জেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় শনিবার রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামী রবিবার সারাদেশে দোয়া দিবস ও সোমবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে। জাময়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ এ সব কর্মসূচি ঘোষণা দেন।
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে কামারুজ্জামানকে হত্যা করেছে এমন অভিযোগ তুলে মকবুল আহমদ বলেন, ‘উচ্চ মাধ্যমিক শ্রেণির একজন ছাত্রকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে মহাষড়যন্ত্র ও তাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যবস্থা আওয়ামী সরকার করেছে তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা সরকারের এই চক্রান্ত এবং বিভৎস হত্যার নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।’
তিনি আরও বলেন, ‘যারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে ও ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছে ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। এই জালেম সরকারকে বিচারের নামে অবিচার ও পরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।’
জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘কামারুজ্জামানের রক্ত বাংলাদেশসহ সারা বিশ্বের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণার উতস হয়ে থাকবে। তার রক্ত বাংলাদেশের ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ্।’
ঘোষিত হরতাল শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া