adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতার পার্টিতে খালেদা -দেশে দুই রকম বিচার হচ্ছে

khaledaনিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলছে দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এখন বিচার ব্যবস্থা স্বাধীন নয়। দলীয় বিচারক নিয়োগের কারণেই দেশে দুই রকম বিচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 বুধবার সোনারগাঁও হোটেলের বলরুমে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এতে বিএনপি নেত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, ‘প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন, তারা নিয়ন্ত্রিত। সরকারের কথা শুনে চলতে হচ্ছে নিম্ন আদালতকে। সব বিচারক দলীয়। সেজন্য আজ দুই রকমের বিচার হচ্ছে। আওয়ামী লীগের লোকজন অপরাধ করলে তারা মাফ পায়, জামিন পায়, কিন্তু বিএনপি বা অন্য দলের হলে তাদের শাস্তি খাটতে হবে।’
 
দেশের এই অবস্থা থেকে উত্তরণে জনগনের ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বিএনপি  চেয়ারপারসন। তিনি বলেন, এই সরকার টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ বলে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি। যার জন্য তারা (পুলিশ) আজ ফ্রি হ্যান্ড পেয়ে গেছে। মনে হচ্ছে দেশটা পুলিশ রাষ্ট্র চালাচ্ছে। তারা যা বলছে, সেটা শুনতে বাধ্য হচ্ছে সরকার। এজন্য পুলিশ আজ বেপরোয়া হয়ে গেছে। তারা আর কাউকে মানছে না। বতর্মানে বাংলাদেশ ‘গণতান্ত্রিক নয়, একটি পুলিশি রাষ্ট্র’ বলেও মন্তব্য করেন তিনি। সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ২০ দলীয় জোটের বহু নেতা-কর্মী কারাগারে। মামলা-মোকাদ্দমার ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে আছে।
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার দিয়ে অন্যায়ভাবে যারা হয়রানি করছে, বিচারকরা তার বিচার করতেন।
সরকারের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, পঁচা গম আমদানি করে সরকার মানুষকে খাওয়াচ্ছে। ওই গম গো-খাদ্যের উপযুক্ত নয়। ওই গম মানুষকে খাইয়ে মারতে চায়। এভাবে তারা (সরকার) টাকা বানিয়ে তা বিদেশে পাচার করছে। মানিলন্ডারিংয়ে সরকারের লোকজনই জড়িত। অথচ তাদের ধরা হয় না, তাদের বিচার হয় না।
এলডিপির অলি আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপি‘র খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান,  ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীব নেওয়াজ, বিজেপি‘র সালাহউদ্দিন মতিন প্রভাষ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল‘র স্ইাফুদ্দিন আহমেদ মনি, এনপিপি‘র মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাকে নিয়ে একটেবিলে ইফতার করেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।
 
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, ২০ দলীয় জোটের রেদোয়ান আহমেদ, খন্দকার লুৎফর রহমান, রিদওয়ান উল্লাহ শাহিদী, হামদ্ল্লুাহ আল মেহেদি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এমএম আমিনুল ইসলাম, সৈয়দ মাহবুব হোসেন, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এমএম বাহাউদ্দিন, কলামিস্ট মাহফুজউল্লাহ প্রমূখ।
জামার্নীর বকহ্যামের রুহ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাবরিনা যাজাকও এই ইফতারের অংশ নেন। এনপিপির প্রেসিডিয়াম সদস্য আসম জহির হোসেন হাকিম, এমএ অহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান, মহানগর সাধারণ সম্পাদক একেএম নজরুল হকসহ কেন্দ্রীয় নেতারা ইফতারে উপস্থিত ছিলেন।
ইফতার শুরুর আগে খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে প্রতিটি টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিয়ম করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া