adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএস হত্যার হুমকি দিলো আধ্যাত্মিক গুরু রবি শঙ্করকে

2_59880আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আধ্যাত্মিক গুরু ও আর্ট অব লিভিংয়ের (যোগশাস্ত্র সংক্রান্ত সংগঠন) প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্করকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট বা (আইএস) যোদ্ধারা। রবি শঙ্করের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে।
মালয়েশিয়া সফররত শঙ্কর সেখানকার জেন হোটেলে অবস্থান করছেন। শনিবার হোটেলের ম্যানেজার বরাবর হুমকি সম্বিলিত ওই চিঠিটি পাঠায় ইরাক-সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন আইএস।

চিঠিতে বলা হয়, রবি শঙ্করকে যদি সেখানে ‘হিন্দু ধর্মীয় কার্যক্রম’ চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে হোটেলটি ধ্বংস করা হবে এবং তাকে (শঙ্কর) হত্যা করা হবে।

চিঠিতে দাবি করা হয়, ভারতীয় ওই গুরু নিজেকে কোনো ধর্মীয় নেতা দাবি করেন না, অথচ তার সংগঠন আর্ট অব লিভিং ইরান ও ইরাকে মুসলমানদের ধর্মান্তর করছে। এটি ইসলামিক বিষয়ে তার অনধিকার চর্চা। চিঠিতে উল্লেখ করা হয়, আইএস চায় না তিনি (রবি শঙ্কর) কোনো মুসলিম দেশে যান।
বিষয়টি স্থানীয় প্রশাসন এবং মালয়েশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় পেনাংয়ের বাতু কাবান স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল রবি শঙ্করের। এর আগে সকালে পেনাংয়ে একটি যোগব্যায়াম প্রগ্রামের আয়োজন করে আর্ট অব লিভিং।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া