adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত

গমনিজস্ব প্রতিবেদক :  ব্রাজিল থেকে আমদানি করা পচা গম নিতে কাউকে জোর করা যাবে না বলে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার বিচারপতি।
বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদনটি দায়ের করেন সরকার পক্ষের আইনজীবীরা। আজ সে আদেশের বিষয়ে শুনানি শেষে স্থগিতাদেশ দেয়া হয়েছে।
গতকাল বুধবার হাইকোর্ট ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে না দিতে এবং কেউ এ গম ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নেয়ার আদেশ দেয়।
ব্রাজিল থেকে আমদানি করা বিতর্কিত গমের মান নিয়ে অভিযোগ ওঠায় ২৮ জুন এর তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া।
আবেদনে গম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। এ রিটের পরিপ্রেক্ষিতে আদালত খাদ্য অধিদপ্তরের প্রতিবেদন তলব করেন। সে আদেশের প্রেক্ষিতে গত রোববার এ গম খাবার উপযোগী মর্মে হাইকোর্টে প্রতিবেদন দেয় খাদ্য অধিদপ্তরসহ কয়েকটি পরীক্ষাগার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া