adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ২৫

news_img (2)আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুতি দমনে সৌদি আরবের বিমান আক্রমণ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ২৫ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। এমোনেস্টি ইন্টারন্যাশনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হুতিরা ১৮ জন নিহত হওয়ার দাবি করেছেন। খবর আল-জাজিরার।
এদিকে ইয়েমেনের রাষ্ট্রপতি আবদু রাব্বু মনসুর হাদি বৃহস্পতিবার ইয়েমেন থেকে রিয়াদে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি আরব। এর আগে হুতিরা এডেনের নিকটবর্তী বিমান বন্দর দখল করলে হাদি এডেন ছেড়ে পালিয়ে যান। তখন থেকে হাদি কোথায় ছিলেন তা জানাতে পারেনি দেশি বিদেশি কোনো গণমাধ্যম। 
ইয়েমেনের রাষ্ট্রপতি হাদি ২দিনব্যাপী আরব লীগের সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন।
ইয়েমেনে সামরিক অভিযান চালানো যৌথ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ আল-আসিরি বলেন, যৌথ বাহিনী ইয়েমেনের ভূমিতে অভিযান চালায়নি। যৌথবাহিনী বিমান দিয়ে অভিযান চালাচ্ছে মাত্র। ভূমিতে অভিযান সময়মত চালানো হবে। সে ধরনের প্রস্তুতি আছে যৌথ বাহিনীর। 

এদিকে ইয়েমেনে সামরিক অভিযান চালাতে সৌদি আরবের সঙ্গে ১০টি দেশ যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ৬টি দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের জিসিসি সদস্যভূক্ত। 
যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদেল আল-জুবায়ের বলেছেন, ইয়েমেনের হাদি সরকারকে রক্ষা করতে যৌথ বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এদিকে সৌদি আরবের বিমান অভিযানের বিরুদ্ধে সানায় হাজার হাজার মানুষ সৌদি আরবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া