adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিবির ধরে পুলিশ, ছাড়ানোর তদবির করে আ’লীগ

fvgnxhaqb-ot20131122155719সীতাকুণ্ড থেকে ফিরে: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার বিকেলে জামায়াত-শিবিরের সহিংসতার সময় ককটেলসহ রায়হান নামে এক শিবির কর্মীকে আটক করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে তাকে ছাড়িয়ে নিতে তদবির করতে থানায় যান তিন ছাত্রলীগ নেতা।

আরেক ছাত্রলীগ নেতা সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামানকে ফোন করে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ এবিএম আবুল কাশেম মাষ্টারের নামে তদবির করেন, রায়হান ছাত্রলীগ কর্মী, তাকে যেন ছেড়ে দেয়া হয়।

সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের চলমান নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্ত কোন অবস্থান নিতে পারেনি, এমন অভিযোগ আছে খোদ দলের ভেতরেই। কিন্তু জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গ্রেপ্তারের পর জোরালো তদবিরে পিছিয়ে থাকেন না আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘সীতাকুণ্ডে সরকারি দলের মধ্যে দু’টি গ্রুপ আছে। এক গ্রুপ জামায়াত-শিবিরের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করে। আরেক গ্রুপ এলাকায় এলাকায় জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করে।’

শিবির কর্মীকে ছাড়াতে ছাত্রলীগ নেতার ওসিকে ফোন দেয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন সীতাকুণ্ডের সাংসদ এবিএম আবুল কাশেম মাষ্টার। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি খবর নিয়ে দেখেছি, যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে সে কখনোই ছাত্রলীগ করত না। সে শিবির করে। আমি ওসিকে ফোন করে বলেছি, ছাত্রলীগ নেতারা বললেও তাকে যেন ছাড়া না হয়।’

সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আমরা লোকাল কমিউনিটি কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছিনা। টাকাপয়সা ছিটিয়ে জামায়াত স্থানীয় জনগণের একাংশকে মোটিভেট করছে। এজন্য আমাদের নাশকতা ঠেকাতে বেগ পেতে হচ্ছে।’

অভিযোগ আছে, শুধু জামায়াত-শিবিরের টাকা নয়, সেই সংগঠনের তহবিলের সঙ্গে যোগ হয়েছে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে সীতাকু- থেকে প্রতিদ্বন্দ্বিতকারী ধনাঢ্য শিল্পপতি আসলাম চৌধুরীর টাকাও। টাকা ছিটিয়ে আওয়ামী লীগের একাংশ, পুলিশসহ প্রশাসনকে তারা নিজেদের পক্ষে সহানুভুতিশীল করতে পেরেছে। এর ফলেই সীতাকুণ্ড ক্রমশ: জামায়াত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

সীতাকুণ্ডের সাংসদ এবিএম আবুল কাশেম মাষ্টার বাংলানিউজকে বলেন, ‘আসলাম চৌধুরী ছাত্রজীবনে শিবির করতেন। তিনি জামায়াত-শিবিরকে টাকাপয়সা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এসব নৈরাজ্য চালাচ্ছেন। এখানে আমার দলের কেউ কেউ হয়ত টাকার কাছে বিক্রি হতে পারেন। কারণ সবাই তো টাকার পেছনে ছুটেন।’

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ‘জামায়াতের ফান্ড আর আসলাম চৌধুরীর ফান্ড মিলে বিশাল টাকা দিয়ে তারা প্রশাসনকে কিনে নিয়েছে। আমাদের দলের কেউ এসবের সঙ্গে নেই।’

এ বিষয়ে আসলাম চৌধুরীর বক্তব্য জানতে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। তার বড় ভাই ও উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ইছহাক কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। আসলাম চৌধুরীর টাকা কি সাগরের পানিতে ভেসে এসেছে যে সবাইকে বিলিয়ে দেবে ?’

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু তাহের বাংলানিউজকে বলেন, ‘টাকাপয়সা দিয়ে রাজনীতি জামায়াত করেনা। জামায়াত আদর্শের ভিত্তিতে গড়ে উঠা সংগঠন।’

মহাসড়কে ২০ কিলোমিটার ‘জামায়াতের মুক্তাঞ্চল’

প্রায় আড়াই’শ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮২ কিলোমিটার পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে। এর মধ্যে সীতাকুণ্ডের কুমিরা থেকে পন্থিছিলা হয়ে বটতল পর্যন্ত এলাকা বর্তমানে এক ধরনের মুক্তাঞ্চল বানিয়ে রেখেছে জামায়াত-শিবির।

পুলিশের দেয়া তথ্যমতে, যেসব এলাকায় জামায়াত-শিবিরের আধিপত্য বেশি সেগুলো হচ্ছে, বটতল, পন্থিছিলা, দক্ষিণ বাইপাস, ফকিরহাট, সিরাজ ভুঁইয়ার রাস্তা, শুকলাল হাট, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, ছোট কুমিরা, বার আউলিয়া, মাদাম বিবিরহাট এবং জলিল গেইট।

সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, ‘মহাসড়কের ২৫ কিলোমিটার অংশে সড়কের উভয পাশে কমপক্ষে এক’শ লিংক রোড আছে। এসব লিংক রোড দিয়ে এসে মুহুর্তের মধ্যে চোরাগোপ্তা হামলা করে চলে যায় জামায়াত-শিবিরের কর্মীরা।’

ওসি জানান, এসব এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের ধরতে অভিযান চালাতে গেলে পুলিশকে ঘিরে রাখে জনতা। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে ককটেল ছুঁড়ে মারে। ডাকাত, ডাকাত বলে চিৎকার করে।’

ভাড়ায় এনে নাশকতা

বুধবার দুপুরে সীতাকু-ের বাড়বকু- ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাদাকাত উল্লাহ’র বাড়িতে যারা হামলা চালায় তাদের অধিকাংশই ১২ থেকে ১৬ বছরের কিশোর ও তরুণ।

প্রত্যক্ষদর্শী ছাদাকাত উল্লাহ’র বাড়ির তত্তাবধায়ক মো.হানিফ বাংলানিউজকে বলেন, ‘১২-১৪ বছরের ছেলেরা বড় বড় কিরিচ নিয়ে আসে। কয়েকজন ককটেল ছুঁড়তে ছুঁড়তে এলাকায় আসে।’

সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, ‘মহাসড়কে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের যত ঘটনা ঘটে সবগুলোতেই শিশু-কিশোররা জড়িত। দরিদ্র ভাসমান মানুষও এসব ঘটনায় জড়িত হচ্ছেন। সব মিলিয়ে কয়েক’শ লোক ঘুরেফিরে এসব ঘটনায় জড়িত হচ্ছেন।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো.শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, মহাসড়কের আশপাশে প্রচুর ছিন্নমূল শিশু-কিশোর, দরিদ্র, উদ্বাস্তু টাইপের লোকজন বসবাস করে। টাকার বিনিময়ে তাদের নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে। গ্রামের গরিব মানুষকেও টাকাপয়সা দিয়ে মোটিভেট করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে গত ৬ মাসে প্রায় আড়াই’শ পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে দু’হাজারের উপরে যানবাহন। এসব ঘটনায় মামলা হয়েছে ৮০টিরও বেশি। গ্রেপ্তার করা হয়েছে অন্তত তিন’শ জনকে।

এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ পেয়েছে, একটি গাড়িতে আগুন দেয়ার জন্য জামায়াত দেড় থেকে দু’হাজার টাকা পর্যন্ত দেয়। ককটেল ছুঁড়ে মারার জন্য দু’শ থেকে পাঁচশ টাকা পর্যন্ত শিশু-কিশোরদের দেয়া হচ্ছে। টাকার লোভে পড়ে অনেকে নাশকতায় জড়িত হচ্ছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু তাহের বাংলানিউজকে বলেন, ‘আমরা মিছিল বের করলে টোকাই ছেলেরা পেছন দিকে এসে ঢুকে যায়। এতে অনেকে মনে করেন আমরা শিশু-কিশোরদের কাজে লাগাচ্ছি। আসলে বিষয় সেটা নয়। আর ভাংচুর, অগ্নিসংযোগের সঙ্গে আমরা কোনভাবেই জড়িত নয়।’

অভিযোগ পুলিশের বিরুদ্ধেও

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বছরখানেক আগে জামায়াত-শিবির সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মিছিল করে প্রায় হাজারখানেক লোক নিয়ে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায়। এরপর জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় একাধিকবার প্রসঙ্গ তুলে প্রশাসনকে সতর্ক করেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

তিনি বাংলানিউজকে বলেন, তখন প্রশাসনের অনেকেই আমার সঙ্গে দ্বিমত করেছিলেন। বিষয়টি নিয়ে অবহেলা করেছিলেন। কিন্তু এখন অবস্থা এমন হয়েছে, জামায়াত-শিবিরকে কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা।

তিনি অভিযোগ করেন, পুলিশকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে তথ্য দিলে তারা অভিযানে গিয়ে নিরাপরাধ লোকজনকে হয়রানি করেন। এতে লোকজনও এখন পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তাদের কোন সহযোগিতা করছেনা।

পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাশেম বাংলানিউজ প্রতিবেদককে পেয়ে অভিযোগ করেন, বুধবার ভাংচুর-অগ্নিসংযোগের পর তার কলেজ পড়ুয়া ছেলেকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। অথচ ছেলে কোন রাজনীতি করেনা।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আগের কথা বলতে পারব না। আমি তো নতুন যোগ দিয়েছি। আমি আসার পর এ ধরনের কোন অভিযোগ নেই।’

সাংগঠনিক কোন কর্মকান্ড নেই আ’লীগের

জামায়াত-শিবিরের নাশকতা, সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগের জোরালো কোন সাংগঠনিক কর্মকান্ড নেই সীতাকুণ্ড এলাকায়। এমনকি যেসব এলাকায় শিবিরের আধিপত্য বেশি সেখানে কোন কর্মসূচীও পালন করতে পারছেনা।

বিষয়টি স্বীকার করে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ‘আমরা কর্মসূচী পালন করি। তবে কিছু ক্ষেত্রে সমন্বয়ের সমস্যা হয়। আর অব্যাহত সহিংসতার কারণে আমাদের নেতারাও একটু ঘাবড়ে গেছেন। বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের দুর্গ। অথচ সেখানে আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেয়া হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র সফিউল আলম বাংলানিউজকে বলেন, ‘আমি ভাই এখন নিরপেক্ষ। আমি পৌর মেয়র হিসেবে আমি সর্বদলীয়। নিজের জীবন নিয়েই আমি এখন শংকায় আছি। আমি আওয়ামী লীগ করলেও তাদের মিছিল-মিটিংয়ে যাইনা। আমি আওয়ামী লীগের গুন্ডাদের চাঁদা দিইনা। সেজন্য এমনিতেই অনেকে আমার উপর ক্ষুব্ধ।’

দলীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড আওয়ামী লীগের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম আবুল কাশেম মাষ্টার এবং তার বিরোধী একটি গ্রুপ আছে। এছাড়া সাংসদের অনুসারীদের বিভিন্ন কর্মকান্ডে দলের একাংশও তার উপর চরম ক্ষুব্ধ। বিভিন্ন নিয়োগে এবং টেন্ডারের ক্ষেত্রে সাংসদের অনুসারীদের হস্তক্ষেপের অভিযোগ আছে। দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়নেরও অভিযোগ আছে।

এর ফলে সাংসদের রাজনৈতিক কর্মসূচীতে খুব একটা দলীয় নেতাকর্মীদের সাড়া মিলছে না। তাদের কার কারও মতে, সাংসদ বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগামী নির্বাচনে তার মনোনয়ন পাবার সম্ভাবনাও নেই।

এছাড়া উত্তর জেলা আওয়ামী লীগের সঙ্গেও সাংসদ এবিএম আবুল কাশেম মাষ্টারের সঙ্গে ভাল সম্পর্ক নেই। এর ফলে উত্তর জেলা আওয়ামী লীগও সীতাকুণ্ডে আওয়ামী লীগের দুর্দিনে সেখানে কোন রাজনৈতিক কর্মসূচী পালনে এগিয়ে আসছেনা।

তবে জনবিচ্ছিন্নতার অভিযোগ অস্বীকার করে সাংসদ এবিএম আবুল কাশেম মাষ্টার বাংলানিউজকে বলেন, ‘আমার বিরুদ্ধে তো কারও ক্ষোভ থাকার কথা না। গত রমজানেও তো আমি নেতাকর্মীদের এক কোটি ২০ লক্ষ টাকার ইফতারি দিয়েছি। ৫০ লক্ষ টাকা নগদ দিয়েছি। শাড়ি, কাপড়চোপড় দিয়েছি। এখন আমার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে এ ষড়যন্ত্র সফল হবে বলে মনে হচ্ছেনা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া