adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে টেলিফোন করে মাশরাফিদের সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

Hasina-Mashrafiনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের স্বান্তনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কোয়ার্টার ফ্ইানালে ভারতের কাছে হেরে এবারের মতো বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে টেলিফোনে (শুক্রবার বিকাল ৪টায়) মেলবোর্নে অবস্থিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। 
মাশরাফিদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দলের সবার খোঁজ-খবরও নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাশরাফিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে; তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবই।’
শুক্রবার মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপিকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি অধিনায়ক মাশরাফির সঙ্গেও কথা বলেছেন। নাজমুল হাসান পাপন সেখানে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ‘মাশরাফির সঙ্গে কথোপকথনে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠেছে। অনভিপ্রেত ঘটনা এবং নানামুখি আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া