adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপ ফুটবল লিগে বাংলাদেশের সাবিনার বাজিমাত

Sabina-1426611317ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলতে গিয়েছেন সাবিনা খাতুন। মালদ্বীপে ‘ক্লাব মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা-২০১৫’-তে পুলিশ ক্লাবের হয়ে মঙ্গলবার মাঠে নামেন। বিদেশি লিগের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। তার করা হ্যাটট্রিকসহ ৪ গোলে ভর করে পুলিশ ক্লাব জয় পেয়েছে ৭-০ গোলের বড় ব্যবধানে।
 
মঙ্গলবার এম.ই.ই ক্লাবের বিপক্ষে সাবিনা খাতুন প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল পেলে হ্যাটট্রিকসহ চার গোল করার কৃতিত্ব দেখান তিনি। তার এমন পারফরম্যান্স ভর করে শেষ পর্যন্ত পুলিশ ক্লাব জয় পায় ৭-০ গোলে। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কারটিও তার হাতেই উঠেছে।
 
‘ক্লাব মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা-২০১৫’ তে ১৪ টি দল অংশ নিয়েছে। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৪ মার্চ। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ২২ ও ২৭ মার্চ পুলিশ ক্লাবের হয়ে মাঠে নামবেন সাবিনা। দেশ ছাড়ার আগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন সাবিনা। সেই লক্ষ্যের সূচনাটাও দারুণ করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া