adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসআইএল-এর অস্ত্রবাহী ২ ব্রিটিশ বিমান ধ্বংস করলো ইরাক

227f6d8b8fea178abd6b0856eb5539d7_XLআন্তর্জাতিক ডেস্ক : ইরাকি সংসদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিশনের প্রধান হাকাম আজ জামিলি বলেছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী দল আইএসআইএল-এর জন্য অস্ত্র সরবরাহ করতে আসা ব্রিটেনের দু’টি বিমান ভূপাতিত করেছে।
আল আনবার প্রদেশে ওই বিমান দু’টিকে ভূপাতিত করা হয় এবং এ দুই ব্রিটিশ বিমানের ছবি ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের কাছে রয়েছে বলে তিনি জানান। হাকাম আজ জামিলি আরো বলেছেন, আল আনবার প্রদেশটি বেশ বিস্তৃত। এ অঞ্চলের জনগণ জানিয়েছে, প্রতিদিন মার্কিন ও ব্রিটিশ বিমানগুলো আইএসআইএল-এর জন্য অস্ত্র পাঠাচ্ছে। ইরাকের কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা এর আগেও বহুবার বলেছেন, অজ্ঞাত কিছু বিমান আইএসআইএল-এর কাছে অস্ত্রের চালান পৌঁছে দিচ্ছে।
সম্প্রতি মার্কিন বিমানগুলো থেকে আইএসআইএল-এর জন্য অস্ত্রের বাক্স নিক্ষেপের কিছু ছবিও প্রকাশিত হয়েছে।  সিরিয়ার কুবানিতে ও ইরাকের বিভিন্ন অঞ্চলে আইএসআইএল-এর জন্য মার্কিন বিমান থেকে অন্তত ৭ বার অস্ত্রের চালান নিক্ষেপ করা হলেও মার্কিন সরকার বলেছিল, এইসব অস্ত্র ভুলক্রমে আইএসআইএল-এর কাছে পাঠানো হয়েছে!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া