adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সংসদের মর্যাদা সমুন্নত রাখাকে প্রাধান্য দিতে হবে’

speakerতোফাজ্জল হোসেন: স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের মর্যাদাকে সমুন্নত রাখতে সাংবাদিককের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমেই সংসদ সম্পর্কে মানুষের ধারনা তৈরি হয়।  বাংলাদেশ প্রেস ইনাস্টিটিউট (পিআইবি) তে ‘সংসদ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে  তিনি এ আহবান জানান। পিআইবি’র উদ্যোগে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
সমাপনী অনুষ্ঠানে স্পিকার আরো বলেন, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা সংসদের দায়িত্ব। জনগনের কল্যাণ সাধন করতে হলে আইন সভা তথা সংসদসহ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি বলেন, সংসদে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দল সবসময় সরকারের বিরোধীতা করতে সেটা নয়, পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সহযোগিতাও সমর্থন থাকবে তাদের। 
তিনি সংসদ বিষয়ক রিপোটিংকে বিশেষায়িত রিপোর্টিং আখ্যায়িত করে বলেন, প্রশিক্ষণ বিষয়টিকে আরো শানিত করে এবং বোঝার ক্ষেত্রে আরো সহজ করে তোলে। তিনি সংসদ বিষয়ক রিপোর্টারদের আরো উন্নত ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য পিআইবির প্রতি আহবান জানান।  এক্ষেত্রে রিপোর্টারদের বিদেশে প্রেরণের বিষয়টিও বিবেচনা করার অনুরোধ জানান। 
পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বাংলাদেশপার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী। 
প্রক্ষিশণে অংশগ্রহণকারীদের পক্ষে অনুভুতি ব্যক্ত করেন মশিউর রহমান খান (সমকাল) ও ফাল্গুনী দত্ত (একুশে টেলিভিশন)।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া