adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ হাজার ২৫৪ কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক পাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে

MOHIT-1424010422নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের পাওনা ১১ হাজার ২৫৪ কোটি ৫৭ লাখ টাকা।
রোববার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পাওনা অর্থের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের পাওনা ১০ হাজার ৬৭৫ কোটি ৮৬ লাখ টাকা। বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পাওনা ৩৬৮ কোটি ৮৫ লাখ টাকা।
এর মধ্যে সোনালী ব্যাংকের পাওনা ৫ হাজার ৫২০ কোটি ৪ লাখ টাকা, জনতা ব্যাংক ২ হাজার ৩৮৮ কোটি ৫৬ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ১ হাজার ৫৯৭ কোটি ৬ লাখ টাকা, রূপালী ব্যাংক ৮৭৮ কোটি ৫৫ লাখ টাকা ও বেসিক ব্যাংকের পাওনা ২৯১ কোটি ৬৫ লাখ টাকা।
অর্থমন্ত্রী জানান, রাস্ট্রায়ত্ত ২৭ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাছে পাওনা ১ হাজার ৪৮০ কোটি ৮ লাখ টাকা, বিজেএমসির কাছে ১ হাজার ৮৯ কোটি ৭৮ লাখ টাকা, বিটিএমসির কাছে ২১ কোটি ৮৮ লাখ টাকা, বিএসএফআইসির কাছে ৩ হাজার ৩ কোটি ৩৭ লাখ টাকা, বিএসইসির কাছে ৬৫ কোটি ৬৫ লাখ টাকা, বিসিআইসির কাছে ২ হাজার ৩১৯ কোটি ৮৫ লাখ টাকা, বিপিসির কাছে ২ হাজার ৮২০ কোটি ২৫ লাখ টাকা, টিসিবির কাছে ১৩২ কোটি ৬৬ লাখ টাকা, পিডিবির কাছে ১১৯ কোটি ৮০ লাখ টাকা, বিআরটিসির কাছে ৬১ লাখ টাকা, বিমান কর্পোরেশনের কাছে ৭৩ কোটি ৮১ লাখ টাকা, বিএসসির কাছে ৩০ কোটি ৯০ লাখ টাকা, বাংলাদেশ রেলওয়ের কাছে ১১ লাখ টাকা, বিটিটিবির কাছে ২১ কোটি ৪৫ লাখ টাকা, বাংলাদেশ চা বোর্ডের কাছে ৫৯ কোটি ১০ লাখ টাকা, পাউবোর কাছে ১ কোটি ৮৬ লাখ টাকা, বিসিকের কাছে ২ কোটি ৮৭ লাখ টাকা, এফডিসির কাছে ৩৫ লাখ টাকা, পৌরসভা/সিটি কর্পোরেশনের কাছে তিন লাখ টাকা ও এইচবিএফসির কাছে ১০ কোটি ১৬ লাখ টাকা পাওনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রতি বছরের বার্ষিক বাজেটে মন্ত্রণালয়-ওয়ারী পরিকল্পনা করে অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়ে থাকে।

মন্ত্রী বলেন, চলতি (২০১৪-১৫) অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার ৭২২ কোটি টাকা। এরমধ্যে ২০১৪ সালের জুলাই-ডিসেম্বর ছয় মাসের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৪৫৩ কোটি টাকা। আদায় হয়েছে ৪৯ হাজার ৬৩ কোটি টাকা। রাজস্ব আদায়ের হার ৯৭ দশমিক ৭ শতাংশের ধারাবাহিকতা থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব ।
মন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরের প্রথম ছয় মাসে আয়কর খাতে ভ্রমণকরসহ রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ১৪৬  হাজার ৩৪ টাকা। এক্ষেত্রে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১১৬ দশমিক ৭১ কোটি।
সংসদ সদস্য বেগম শিরীন আখতারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুল্ক জটিলতায় বিদেশ থেকে আমদানিকৃত ৩০৯টি গাড়ি চট্টগ্রাম বন্দরে আটক রয়েছে।
অর্থমন্ত্রী জানান, আটক গাড়িগুলোর আনুমানিক মূল্য ১২৪ কোটি টাকা। গাড়ি আমদানিকারকরা যথারীতি আমদানি শুল্ক ও অন্যান্য কর পরিশোধ করে ছাড় করিয়ে নেন। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের পরও সেগুলো ছাড় না করালে কাস্টমস কর্তৃপক্ষ তা যথানিয়মে নিলামের মাধ্যমে সরকারি রাজস্ব আদায়ের ব্যবস্থা করে থাকে। মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে মোট ১৮০টি শুল্ক স্টেশন রয়েছে।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও রপ্তানি আয় হয়েছে ৩০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ২০১২-১৩ অর্থবছরের তুলনায় ৩ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, অর্থাত ১২ শতাংশ বেশী। মন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি আয় হয়েছে ১৭ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ ভাগ বেশি। ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।
দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ৫২ হাজার ৬৫৯ দশমিক ৮৩ কোটি টাকা (৬ হাজার ৭৭২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার) রেমিটেন্স এসেছে। তিনি বলেন, গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের চাইতে ৭ হাজার ৫৬৮ দশমিক ১০ (১২.৫৭ ভাগ) কোটি টাকা কম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া