adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার থেকে ২০ দলের ফের ‘কঠোর কর্মসূচি’

111ডেস্ক রিপোর্ট : সরকারকে ‘কঠোর’ হুঁশিয়ারি দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সময় থাকতে জনদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। জাতি ও দেশকে বাঁচান। অন্যথায় আগামী রোববার থেকে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব।’
তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন। তাহলেই আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভূতির সাথে বিবেচনা করবে।’ বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বিএনপি নেতা এ কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, ‘গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ বিএনপি এবং ২০-দলীয় জোটের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিগত এক মাসের গণতন্ত্র মুক্তি আন্দোলনে বিএনপিসহ ২০-দলীয় জোটের ১৫ হাজারের বেশি নেতাকর্মীকে সরকারি পেটোয়া পুলিশবাহিনী গ্রেফতার করেছে। প্রতিদিন অনেক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। গুম, খুন ও অপহরণের শিকার হচ্ছে অনেক নেতাকর্মী। রাতের অন্ধকারে নিভৃত জনপদ গ্রাম-গ্রামান্তরে হানাদার বাহিনীর কায়দায় নিরীহ জনগণের বসতবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়া হচ্ছে। সর্বনাশা অবৈধ এই সরকার ক্ষমতায় টিকে থাকার নেশায় পোড়ামাটি নীতি অবলম্বন করেছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘বিএনপি ও ২০-দলীয় জোটের পক্ষ থেকে বারবার পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে এই হিং¯্রতার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে আসছি। অথচ আন্দোলনকারীদেরকে অত্যন্ত ন্যাক্কারজনক কায়দায় বাড়ি থেকে ধরে এনে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কুমানসে এই সমস্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা দেখিয়ে সরকার পক্ষে জনগণের সহানুভূতি আদায়ের কূটকৌশল প্রয়োগ করা হচ্ছে দলীয়করণকৃত আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের মাধ্যমে।’
বিএনপির মুখপাত্র বলেন, ‘কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রকৃত ঘটনায় প্রমাণিত হয়েছে যে, সরকার দলীয় লোকেরাই এই সমস্ত পেট্রলবোমাবাজির সাথে জড়িত। অবৈধ সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক মহলের কাছে সহানুভূতি আদায়ের জন্য এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক নীতি গ্রহণ করেছে মর্মে আমরা ইতপূর্বে বেশ কয়েকবার সংবাদমাধ্যমের মাধ্যমে জাতিকে অবহিত করেছি।’
চৌদ্দগ্রামে পেট্রলবোমাসহ দুই যুবলীগ নেতা মানিক ও বাবুলকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয় এবং সদ্যবিবাহিত ¯’ানীয় মন্ত্রীর নির্দেশে তাদের ছেড়ে দেয় হয়- এই অভিযোগ করে সালাহ উদ্দিন বলেন, ‘জনগণ মনে করে চৌদ্দগ্রাম ট্র্যাজেডির খলনায়ক এই মন্ত্রী ও তার নির্দেশদাতা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্বরোচিত এই ঘটনায় বেগম খালেদা জিয়াসহ ২০-দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়েছে বরাবরের মতোই। ২০-দলীয় জোটের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ধরনের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
‘একই রকম পরিকল্পনার অংশ হিসেবে গতকাল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র গোলাম কিবরিয়াকে মিছিল থেকে ধরে নিয়ে বোমাবাজ সাজানো হয়েছে। শাহজাহানপুরে কাউসার নামে এক যুবককে পুলিশ গুলি করে তাকে বোমাবাজ সাজিয়েছে। চৌদ্দগ্রামে শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম শিবির সভাপতি বোরহান উদ্দিন, শিবির নেতা আবু ইউসুফ, আবু সুফিয়ান ও আবদুল আলীমকে গ্রেফতার করে থানায় নিয়ে পায়ে গুলি করে তাদেরকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। আমরা এ সকল জঘন্য কর্মকা­ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

‘আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের নসিহত করতে চাই-আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের প্রত্যেকটি বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। অতএব অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য সরকারের বেআইনি নির্দেশ আপনারা মানতে বাধ্য নন। নিরীহ জনগণের বুকে গুলি চালাবেন না।’ যে কর্মকর্তা একটি লাশের বদলে দুইটি লাশ ফেলার ঘোষণা দিয়েছেন তার ভবিষ্যত পরিণতি কখনোই শুভ হতে পারে না বলে সাবধান করে দেন সালাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘অবৈধ সরকারের প্রধানমন্ত্রী অবশেষে অনুধাবন করেছেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে তীব্র দমন-পীড়নের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত গণতন্ত্র মুক্তি আন্দোলন দমানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু তিনি বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে ৫ শতাংশ ভোটের মালিকানা নিয়ে ৯৫ শতাংশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিরোধের মুখে অবৈধ সরকারের কাঁচের ঘর ভেঙে খান খান হয়ে যাবে অচিরেই। গণআন্দোলনে জনতার বিজয় আসন্ন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া