adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভ  মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। সব জেলা, উপজেলা, মহানগর ও ঢাকার থানায় থানায় এ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী অভিযোগ করেন, মতাসীনদের আত্মীয়স্বজনদের মালিকানায় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আর এই ভর্তুকির টাকা মেটানোর জন্য জনগণকে চিড়েচ্যাপ্টা করতেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। রিজভী বলেন, ইতিমধ্যে বিদ্যুৎখাত থেকে হাজার হাজার  কোটি টাকা লোপাট করে নিয়েছে মতাসীনদের লোকজন। জনমত অগ্রাহ্য করে বিদ্যুতের দাম বাড়ানো জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের এই বর্ধিত মূল্য নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। ১ মার্চ থেকে কার্যকর হবে বিদ্যুতের বাড়তি দাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া