adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাউদ্দিনের সম্মিলিত প্যানেলের নমিনেশন পেপার জমা 

Abdus Salam Murshedyজহির ভূইয়া ঃ দুই দিন ধরে নির্বাচনী নমিনেশন পেপার বিক্রির পর আজ ছিল জমা দেবার শেষ দিন। দুপুরের পর কাজী সালাউদ্দিনের নেত্বত্রাধীন সম্মিলিত প্যানেল বাফুফে ভবনে নির্বাচন কমিশনের কাছে নমিনেশেন পেপার জমা দিলেন। তবে তিনি সাংবাদিকদের সামনে কথা বললেন না। দায়িত্ব দিলেন সিনিয়র সহ-সভাপতি পদে জমা দেয়া আবদুস সালাম মুর্শেদীকে।

সকল আনুষ্ঠানিকতা শেষ করে সালাম মুর্শেদী নিজের রুমে বসেই প্যানেলের হয়ে কথা বললেন। আপনাদের প্যানেল তো গত বার নির্বাচনে সম্মিলিত নামে পরিচিত ছিল। এবার? জবাবে তিনি সাংবাদিকদের বলেন,‘আমার ২২ জনের পেপার জমা দিয়েছি। একজনের নাম কাল প্রত্যাহার করা হবে। আমরা সালাউদ্দিনের অধীনে ১৪ জন আর জেলা কোটা থেকে ৭ জন মোট ২১ জন। তবে জেলা থেকে ৮ জনের পেপার জমা দিয়েছে। একজন শেষ দিকে প্রত্যাহার করা হবে। এটা আসলে জেলার সঙ্গে আমাদের সম্মিলিত প্যানেল।’

নির্বাচনের উত্তাপের কথা বলা হলে সালাম মুর্শেদী বলেন,‘নির্বাচন মানেই তো উত্তাপ আর উত্তেজনা। এবার আগের চেয়ে আরও বেশি উত্তেজনা হবে বলে মনে হচ্ছে।’

আপনার মিশন কি? জানতে চাইলে বলেন,‘গনতান্ত্রিক দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। এই নির্বাচনে অনেক তারকারা অংশ নিচ্ছেন। আমি মনে করি যদি আমি ফুটবলের জন্য কিছু করে থাকি তাহলে নির্বাচনে আমাকে জয়ী করা হবে।’

আপনাদের প্যানেলের ইস্তেহার কি? জবাবে সালাম জানান,‘২১ তারিখ আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের সম্মিলতি প্যানেলের ইস্তেহার কাজী সালাউদ্দিন ঘোষনা দেবেন। সেদিনই আমাদের পুরো প্যানেল পরিচিতি দেবা হবে।’ শেষ দিকে সালাম মুর্শেদী বলেন,‘খেলায় আমরা হয়তো সব জায়গাতে সফল হয়নি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কমিটির একটি গ্রহনযোগ্যতা আছে বলে বিশ্বাস করি।’

এক নজরে কাজী সালাউদ্দিন সম্মিলিত প্যানেল
কাজী সালাউদ্দিন সভাপতি, সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি বাদল রায়, নাবিল আহেম এমপি, সামশুলহক চৌধুরী এমপি, মহিউদ্দিন আহমেদ মহি। আর বাকী ১৫ জন সদস্য পদে নমিনেশন পেপার কিনেছে। তারা হলেন- হারুনুর রশিদ, মোঃ আমিরুল ইসলাম বাবু, সৎজিৎ দাস রুপু, মোঃ ফজলুর রহমান বাবুল, মোঃ ইলিয়াস হোসেন, সালেহ্্ জামান সেলিম, মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, মহি উদ্দিন আহমেদ, তৌফিকুল ইসলাম তোফা, আরিফ হোসেন মুন, অমিত খান, আব্দুর রহিম, আলমগীর খান আলো ও আজমল আহমেদ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া