adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ কারণে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে

ডেস্ক রিপাের্ট : একের পর এক পরিস্থিতি প্রতিকূল হয়ে যাচ্ছে বিএনপির। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, পরিস্থিতি এমন হয়ে উঠছে যে নির্বাচনের মাঠে আমাদের দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়ছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরাতে সরকার যা যা করার সবই করছে। কিন্তু সরকার ভুলে যাচ্ছে, আমরা যদি নির্বাচন না করি তাহলে দেশে নির্বাচন হবে না।

গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার সারাদিনই নির্বাচন নিয়ে বিএনপির সংশয় ছড়িয়ে পড়ে। বিএনপির অনেক প্রার্থী এখন হাত পা গুটিয়ে বসে আছে। বিএনপির একের পর এক প্রার্থীর মনোনয়ন উচ্চ আদালত থেকে বাতিল, প্রচারণায় বাধাসহ ৫ কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ভাবছে বিএনপি। এসব কারণগুলো হচ্ছে:

১. প্রার্থীশূন্য আসনের সংখ্যা বাড়ছে: নির্বাচন কমিশনের আপিলের পর বিএনপির মুখে হাসি ফুটেছিল। বিএনপি এবং তাঁর শরীকরা সব আসনেই প্রার্থী দিতে পেরেছিল। কিন্তু উচ্চ আদালতে এসে একের পর প্রার্থিতা বাতিল হচ্ছে বিএনপির। ঢাকা-২০ এর বিএনপির প্রার্থী তমিজউদ্দিনের প্রার্থিতা স্থগিত করেছে আপিল বিভাগ। আজ সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদী এবং জামালপুর-১ আসনে রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল করে হাইকোর্ট। বিএনপির আরো অন্তত ৫ জন প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, ‘একতরফা নির্বাচনের সুযোগ সৃষ্টির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করছে।’ তিনি বলেন, ‘এভাবে আমাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করলে আমরা নির্বাচন করবো কীভাবে।‘

২. প্রচারণায় বাধা: বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের মাঠেই নামতে দেয়া হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন ‘আওয়ামী লীগ এবং প্রশাসন যৌথভাবে বিএনপির প্রচার কাজে সশস্ত্র হামলা করেছে।’ তিনি প্রশ্ন করেন, ‘নির্বাচনী প্রচারই যদি করতে না পারি তাহলে নির্বাচন করবো কীভাবে?’

৩. মামলা এবং গ্রেপ্তার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, ‘এখনও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এখনও নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। নির্বাচন করবো কি? এলাকাতেই তো থাকতে পারছে না কর্মীরা।’ তিনি আরও বলেন, ‘বিএনপির কর্মীদের দিন কাটছে কোর্টের বারান্দায় আর রাত কাটছে।’ তার মতে এ রকম চলতে থাকলে আর যা ই হোক নির্বাচন করা সম্ভব নয়।’

৪. খালেদার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা: বেগম জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। হাইকোর্টে তাঁর নির্বাচনী বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট পিটিশন বিভক্ত রায় হয়। আজ এ ব্যাপারে তুতীয় বেঞ্চ গঠন করা হলেও ঐ বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়েছে বিএনপির আইনজীবীরা। ফলে বেগম জিয়ার নির্বাচন করা ঝুলেই থাকলো। এটা বিএনপির বিপুল অংশ কর্মীদের নির্বাচন বিমুখ করছে।

৫. মনোনয়ন বাণিজ্য: নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মোর্শেদ খান, এহসানুল হক মিলন, তৈমুর আলম খন্দকারের মতো দুর্দিনের পরীক্ষিত নেতারা। দলের সিংহভাগ নেতাকর্মীরা এটা মেনে নিতে পারছে না। এর আগে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেলের মতো নেতারা। এসব কারণে দলের এক বড় অংশ এখনো নির্বাচনের বিপক্ষে। এরাই বিএনপিকে নির্বাচন বর্জনের পথে হাঁটতে উৎসাহিত করছে।

তবে বিএনপির একাধিক নেতা বলছেন, ‘বিএনপি একটি আন্দোলনের পরিবেশ তৈরি করেই নির্বাচন বর্জন করবে, তার আগে নয়।’-

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া