adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে হরতালের কোনো প্রভাব নেই

Hortal-1422241334নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আহুত ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনেও এর কোনো প্রভাব পড়েনি রাজধানীতে। অন্যান্য দিনের মত সোমবারও কর্মস্থলে যাওয়ায় ব্যস্ত রয়েছে রাজধানীবাসী।
হরতাল-অবরোধের সহিংসতার মাঝেও কর্মজীবী মানুষেরা এখন নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত। সকাল ৮টা থেকে নগরবাসীকে যার যার কর্মস্থলের দিকে ছুটতে দেখা গেছে। পোশাক শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবী মানুষ সকাল থেকে ছুটছে কর্মস্থলের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাটাও বেড়ে চলেছে।

এরমধ্যে মহাখালী, মিরপুর-১, ১০, ১১, ১২ নম্বরসহ যেসব এলাকায় পোশাক কারখানা রয়েছে সেখানে কর্মজীবীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, হরতাল-অবরোধে গাড়ির যে সঙ্কট দেখা দেয় তা আজ আর চোখে পড়ছে না। নগরীতে প্রয়োজনীয় গাড়ি রয়েছে এবং তা প্রতিদিনের মতো আজও স্বাভাবিকভাবে চলাচল করছে। নগরবাসীর কাছ থেকে পরিবহণ সংকটের কোনো অভিযোগও পাওয়া যায়নি।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া