adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মূল্যসূচকে নিম্নগতি

dse_1_bg_599885971নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) মূল্যসূচকে নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৬৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সাইফ পওয়ার, লাফার্জ সুরমা, বিবিএস, জেএমআই সিরিঞ্জ, ওয়েস্টার্ন মেরিন, ফার্মা এইডস ও এনভয় টেক্সটাইল।
লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩৩১ কোটি ০৭ লাখ টাকা।          
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৯ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ১৮৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেন হয় মোট ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ০৫ লাখ টাকা।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া