adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে হিউজের মৃত্যু!

Phillip-Hugস্পোর্টস ডেস্ক : বিস্ফোরক মন্তব্যের জন্যই সুপরিচিত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার নিল হার্ভি।  অকপটে তিনি বলে দেন অন্তরে লুকিয়ে থাকা বাণী।  সম্প্রতি এক সাক্ষাতকারে ফিল হিউজের মৃত্যুর কারণ জানালেন।  তিনি বললেন, ‘ফিল হিউজের মৃত্যুর কারণটা ছিল তার সঠিক টেননিক না শিখতে পারা’।  পাশাপাশি আইসিসির বাড়াবাড়ি রকমের নিয়ম বদলানো ও ক্রিকেটের বিবর্তন নিয়ে হতাশা প্রকাশ করলেন ব্র্যাডম্যানের আশির দশকের তারকা ক্রিকেটার নিল হার্ভি।
শর্ট বলের আঘাত মাতায় লাগাল ২৫ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ফিল হিউজ।  আর সবাই তার শোকে কাতর হলেও নিল হার্ভির খুঁছেন এমন কাণ্ডের পেছনের কারণ।  তিনি যা বললেন তার সারমর্ম দাঁড়ায়, ‘আইসিসির নিয়ম পরিবর্তন আর বিবর্তনের কারণে বর্তমান ব্যাটসম্যানরা টেকনিখ শিখতে পারছে না।  ফিল হিুজের মৃত্যুর কারণটা টেকনিখ শিখতে না পারাটাই।
ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট দেখতে এসে নিল হার্ভি বলেন, ‘আইসিসি নিয়ম পরিবর্তন করছে ইচ্ছে মতো। খেলাটাকে পুরোপুরি ব্যাটসম্যান বান্ধব করে দিচ্ছে।  ফলে ছেলেরা টেকনিক শিখতে পারছে না।  এটা যদি ক্রিকেট হয় তো আমরা ক্রিকেট খেলিনি। ’
আইসিসির এমন কাণ্ডে হাতাশা প্রকাশের পরপরই ফিল হিউজের মৃত্যুর কারণটা খোলাসা করলেন তিনি, ‘শর্ট বল খেলার টেকনিকটাই শেখেনি ও।  হ্যাঁ, ঠিকই বলছি।  টেকনিক ঠিক থাকলে ওই চোট হয় না।  তার পর সেই মারা যাওয়ার পর রব উঠল কী, না বাউন্সার কমিয়ে আনো।  যেন বাউন্সারের সব দোষ।  আমি মনে মনে বলছিলাম, দে তুলে দে, বাউন্সার তুলে দে।  ক্রিকেটটাও তুলে দে।’
তবে অ্যাডিলেডে এসে এ যুগের কয়েকজন খেলোয়াড়কেও মনে ধরেছে কিংবদন্তি ক্রিকেটারের।  আইসিসির উপর রেগে আছেনি কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘এতটুকু রেগে নেই। আমি সত্যি কথা চাঁচাছোলা ভাবেই বলি। ভাল লাগলে সেটাও বলি।  কোহলির কথা বললাম তো।  খুব ভাল খেলে সে।  অফস্পিনারকে খেলার সময় বাকিরা যখন পুশ করছে, ও তখন সম্পূর্ণ আলাদা।  অফস্টাম্পটা কভার করে চমতকার খেলছিল।  এটাই সঠিক টেকনিক।  আজকাল যা উঠে গিয়েছে।’
সব শেষে তিনি দিলেন সিরিজের পূবাবাস, ‘গাব্বায় আমার মনে হয় না ইন্ডিয়ার কোনও সুযোগ আছে বলে।   লাস্ট দু’টো টেস্ট মেলবোর্ন আর সিডনি, ফিফটি-ফিফটি।  যে কোনও একটা ইন্ডিয়া জিতবে বলে আমার ধারণা।  সিরিজ ১-২ হারবে শেষমেশ।’ তবে শেষ দিন দুর্দান্ত তাড়া করেছে বারত।  এই কোহলি ছেলেটার অ্যাডভেঞ্চার করার স্পিরিট দেখে আমি এই ছিয়াশি বছর বয়সেও মুগ্ধ। ’

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া