adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ও ইরানের বড় জয়

India(Blue)  Vs  UAE(Red)  aহুমায়ুন সম্রাট : এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল বাছাই পর্বে গ্র“প-বি’তে নিজ নিজ খেলায় বড় জয় পেয়েছে ভারত ও ইরান।  মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বিশাল জয় পেয়েছে ভারত। তারা ১২-০ গোলে হারিয়েছে দুর্বল সংযুক্ত আরব আমিরাতকে।  ভারতের পক্ষে হ্যাটট্রিকসহ চারটি করে গোল করেন রোজা দেবী ও আনুশকা।
খেলার চার মিনিটে ভারতের হয়ে গোলের সূচনা করেন সুস্মিতা বর্ধন। তিনি আরেকটি গোল পান খেলার ৫৭মিনিটে। এরপর সাত মিনিটে গোলের দেখা পান প্রেমি চিরু। ৬৭মিনিটে একটি গোল করেন জবামনি টুডু। আর ১০ নম্বর জার্সিধারী রোজা দেবী খেলার ২৪,৬৯,৭৩ ও ৯২ মিনিটে হ্যাটট্রিকসহ চারটি গোল পান। এছাড়া, বদলী খেলোয়াড় আনুশকা খেলার ৭২, ৭৬, ৮০ ও ৮২ মিনিটে হ্যাটট্রিকসহ চারটি গোল করেন ভারতের পক্ষে। এ জয়ের ফলে গ্রুপ-বি’তে তিন খেলায় দুটিতে জয় পেয়ে ভারতের সংগ্রহ দাঁড়ালো ছয় পয়েন্ট।  দিনের দ্বিতীয় খেলায় ইরান কোন পাত্তা না দিয়ে ৬-১ গোলে সহজেই পরাজিত করে জর্ডানকে। দলের পক্ষে হ্যাটট্রিক করেন দলীয় অধিনায়ক ফাতেমিহ ঘেরাইলি ও ফাতেমিহ ঘাসেমি। খেলার শুরু থেকে গোলের জন্য জর্ডানের সিমানায় আক্রমন করে খেলতে থাকেন ইরানি দলের ফুটবলাররা। ২২মিনিটে ইরানের পক্ষে প্রথম গোলটি পান ফাতেমিহ ঘেরাইলি। ৩৯মিনিটে আরেকটি গোল করেন তিনি। ৪১মিনিটে ইরানের হয়ে তৃতীয় গোলটি করেন ফাতেমিহ ঘাসেমি। প্রথমার্ধের ইনজুরি সময়ে নুর মাহমুদ একটি গোল পরিশোধ করেন জর্ডানের হয়ে। প্রথমার্ধের খেলায় জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের লিড পায় বি-গ্র“পের শীর্ষ স্থান ধরে রাখা ইরানি দল।  বিরতীর পর আবারও মাঠে নামে দু’দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জর্ডানের সিমানায় আক্রমন চালায় লাল জার্সিধারী ইরানের মেয়েরা। খেলার ৫২মিনিটে ফাতেমিহ ঘেরাইলি গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন। আর এই গোলের সুবাদে ইরান ৪-১ গোলে এগিয়ে যায় জর্ডানের বিপক্ষে। এরপর গোলের নেশায় পেয়ে বসে ইরানের মেয়েদের। খেলার ৮৩ ও ৮৪ মিনিটে পরপর দুটি গোল করেন হ্যাটট্রিকপূর্ন করেন ১০ নম্বর জার্সিধারী ফাতেমিহ ঘাসেমি। শেষ পর্যন্ত ৬-১ গোলে জর্ডানকে হারিয়ে মাঠ ছাড়ে ইরান। এ জয়ের ফলে তিন খেলায় টানা জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে বি-গ্র“পের শীর্ষে অবস্থান করছে ইরান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া