adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অভিনেতা মোশাররফ করিমে মুগ্ধ কলকাতার অভিনেতা রোহান

বিনোদন প্রতিবেদক : মোশাররফ করিম। বাংলাদেশের অভিনয় জগতের একটি ব্র্যান্ড। দেশে তার অগণিত ভক্ত। এটা আর নতুন করে বলার কিছু নেই। ওপার বাংলায়ও মোশাররফ করিমের প্রচুর ভক্ত। সেই তালিকায় সাধারণ দর্শকদের পাশাপাশি আছেন টলিউড ইন্ডাস্ট্রির অনেক অভিনয়শিল্পীও। তাদেরই একজন ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা রোহান ভট্টাচার্য।

সম্প্রতি বিশ্ব চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কলকাতায় গিয়েছিলেন মোশাররফ করিম। সেখানে তার সঙ্গে দেখা করেন ওপার বাংলার অভিনেতা রোহান। মুগ্ধ তিনি। সেই মুগ্ধতার কথা রোহান প্রকাশ করেছেন তার ফেসবুকের পাতায়। একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মোশাররফ করিমকে ‘স্যার’ বলে সম্মোধন করেছেন রোহান।

অভিনেতা লিখেছেন, ‘অবশেষে তার দেখা পেলাম। ছোট থেকে যাকে দেখে অভিনয়ের খুটিনাটি শিখেছি, সেই মানুষটার সাথে আড্ডা মারলাম। অভিনয়, সিনেমা জীবন নিয়ে অনেক নতুন কিছু জানলাম। এতদিন শুধু অসম্ভব একজন ভালো অভিনেতা হিসেবে ওনাকে জেনে এসেছিলাম। এবার সামনে থেকে দেখলাম, উনি একজন মাটির মানুষ।’

রোহান আরও লিখেছেন, ‘মানুষ হিসেবে এতটা বড় মাপের বলেই হয়তো এত স্বতস্ফূর্ত অভিনয় ওনার। এই দেখা হওয়ায় আমি মুগ্ধ হয়ে বাধ্য ছাত্রের মত ওনার কথা শুনছিলাম, শিখছিলাম ওনার থেকে। ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। যাওয়ার সময় উনি নিজেই বললেন, ‘এই তুমি আমার সাথে ছবি তুলবে না?’ উনি বুঝেছিলেন, এই ছবিটা আমার কাছে কতটা দামি হতে পারে।’

পোস্টের শেষে মোশাররফ করিমকে ধন্যবাদ জানিয়ে রোহান লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ মোশাররফ করিম স্যার। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’

ওপার বাংলার এই অভিনেতা স্টার জলসায় প্রচারিত ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের জন্য দারুণ জনপ্রিয়তা পান। ওই সিরিয়ালে তাকে গোবিন্দ চরিত্রে দেখা যায়। যে জুতা সেলাই থেকে শুরু করে দেশি-বিদেশি সব ধরনের রান্না, গাড়ি চালানো, চন্ডিপাঠসহ সবই করতে পারেন। সিরিয়ালের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায়ও কাজ করেছেন রোহান।

অন্যদিকে, নাটক দিয়ে মোশাররফ করিম তো বহু আগে থেকেই কলকাতায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়, পাশাপাশি গত বছর ‘ডিকশনারি’ নামে একটি সিনেমার মাধ্যমে ওপার বাংলায় অভিষেকও করেছেন। ব্রাত্য বসু পরিচালিত ওই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেন এক ব্যবসায়ীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন নির্মাতার স্ত্রী পৌলমী বসু।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া