adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার ৯ মাস কেমন কাটলো ব্যানক্রফটের, চিঠিতে বর্ণনা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের উপর থেকে নয় মাসের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে চলতি ডিসেম্বর শেষে। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কা-ে জড়িত থাকায় তাকে ক্রিকেট থেকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলে তার উপর সকলের নজর থাকবে তিনি কেমন পারফরম্যান্স করেন।

গত নয় মাস অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন ব্যানক্রফট। গত নয় মাস সময়টা কেমন ছিল তার উপর একটি চিঠি লিখেছেন ব্যানক্রফট। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘অনেকেই আপনাকে প্রতারক বলবে। কিন্তু সেটা ঠিক আছে। সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। আপনি ওইসব মানুষকে ভালোবাসবেন কারণ আপনি তাদের ক্ষমা করেছেন। যেমন আপনি নিজেকে করতে যাচ্ছেন।’

চিঠিতে ব্যানক্রফট তার ফিরে আসা, বিমানবন্দরে অবতরণ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ওয়াকা) সংবাদ সম্মেলন ও শুরুর সময়গুলো কেমন ছিল তাও তার চিঠিতে তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন, পরিবারের সাথে সময় কাটানো, ব্রিসবেনে তার আঙ্কেল ও আন্টির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া, ডারউইনে সময় কাটানো তাকে মানসিক ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।

চিঠিতে ব্যানক্রফট লিখেছেন, পরিবারের সদস্য, বন্ধু ও ওয়াকার কাছের কিছু স্টাফদের সমর্থনে আমি নিজেকে ও অন্যদের ক্ষমা করার জার্নি শুরু করি। আমি আত্মসচেতন হতে শিখেছি। কোন বিষয়টি আমাকে আনন্দ দেয় তা আমি খুঁজতে শিখেছি। শুরুতে আমি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। সপ্তাহে ৩৫ কিলোমিটার পথ দৌঁড়েছি। প্রতিদিন ইয়োগা অনুশীলন করেছি। এগুলো মানসিক চাপ কমায়। ছোট ভুলের জন্য অনেক সময় বড় মূল্য দিতে হয়। ইয়োগা আপনাকে শেখাবে কীভাবে নিজের প্রতি নিবেদিত হতে হয়।

ব্যানক্রফট কাইল অ্যান্ড্রুস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছেন। এই সংগঠনটি ক্যানসারে আক্রান্ত শিশুদের সহায়তার জন্য কাজ করে। এখানে কাজ করে ব্যানক্রফট একটি বিষয় শিখেছেন যে, বল টেম্পারিংয়ের একটি ঘটনা তার জীবন শেষ করে দিতে পারে না।

ব্যানক্রফট লিখেছেন, আপনি যদি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে বুঝতে পারবেন তারা কত বড় সংগ্রাম করছে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে পারেন। আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে ও অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে হবে। যেসব শিশু আপনার চেয়েও অনেক কঠিন অবস্থার মধ্যে রয়েছে তাদের অবস্থা অনুভব করলে ও তাদের মুখের হাসি দেখলে আপনি বিনয়ী হবেন।’

নিষেধাজ্ঞা শেষে ক্যামেরন ব্যানক্রফট বিগ ব্যাশ লিগে খেলবেন। তিনি এখন পার্থ স্কোরচার্চ দলের সঙ্গে অনুশীলনে রয়েছেন। ব্যানক্রফট মনে করছেন, তিনি এখন পুরোপুরি ভিন্ন একজন মানুষ। যে ব্যানক্রফট দক্ষিণ আফ্রিকায় ভুল করেছিল সেই ব্যানক্রফট আর এখনকার ব্যানক্রফট এক না। তিনি এই নয় মাসে যা শিখেছেন তা পরবর্তীতে তাকে কাজে দিবে।

চিঠিতে ব্যানক্রফট উল্লেখ করেছেন, ‘ভবিষ্যতের উপর বিশ্বাস রাখুন। সর্বোপরি, আপনি একজন পেশাদার ক্রিকেটার নন, আপনি সাধারণ একজন ব্যানক্রফট। জীবন হচ্ছে অবিশ্বাস্য এক জার্নি। বিশ্বাস রাখুন এবং অনিশ্চয়তাকে আলিঙ্গন করুন। ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া