adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার পদে ইতোমধ্যে পদোন্নতি পাওয়া এবং স্বপদে দায়িত্ব পালনরত ২৫ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বা পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জেসমিন বেগমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পদে ঢাকায় বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ফারুক হোসেনকে ঢাকা পুলিশের বিশেষ শাখায় (এসবি), নৌ পুলিশের মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকার এসবিতে, মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার সিআইডিতে, ঢাকা এসবির এস এম আশরাফুজ্জামানকে একই স্থানে, গাজীপুরের মোহাম্মদ সোলাইমানকে ঢাকার এন্ট্রি টেরোরিজম ইউনিটে, ঢাকার অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মিজানুর রহমানকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায়, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ উল্যাকে ঢাকার সিআইডিতে, ঢাকা সিআইডির ডা. মো. এমদাদুল হককে পুলিশ অধিদপ্তরে এবং চাঁদপুরের মোহাম্মদ আশরাফুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের নেছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল আজিজ, ড. মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামানিক, মো. আবু হাসান, এম এম হাসানুল জাহীদ, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ এহসান সাত্তার, মো. ফেরদৌস আলী চৌধুরীকে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের তাসমিয়াহ তাহলীলকে ঢাকার সিআইডিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রওশন সাদিয়া আফরোজকে পুলিশ অধিদপ্তরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জেরিন আখতারকে ঢাকার এসবিতে, শরীফ মোস্তাফিজুর রহমানকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ ব্যুরো ইনভেটিগেশনের (পিবিআই) মো. সোহেল রানাকে বাংলাদেশ পুলিশের এআইজি এবং পুলিশ অধিদপ্তরের মাহফুজা আক্তারকে বাংলাদেশ পুলিশের এআইজি পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া