adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ডিসেম্বরেই জেলে যাবে খালেদা জিয়া’

Khaleda_Manna_dailybanglanews24-300x160ডেস্ক রিপোর্ট : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জানুয়ারিতে চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ডিসেম্বরের মধ্যেই সাজা দিয়ে জেলে পাঠাবে সরকার। তখন বিএনপির কিছুই করার থাকবে না। যেমন এখনো বিএনপি আন্দোলন আন্দোলন করে কিছুই করতে পারছে না।’
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা নাগরিক ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে দিয়ে বেগম খালেদা জিয়াকে যেভাবে কাঁদিয়েছে, একইভাবে বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনাকেও কাঁদতে হবে।’


গত ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আরো বলেন, বির্তকিত নির্বাচনে স্বঘোষিত জয়ী সরকার খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়ে আন্দোলন থেকে পিছিয়ে রাখছে। অন্যদিকে মৎস কন্যার গল্পের মতো তাদের বানানো বিরোধী দল পৃথিবীতে নতুন নজির সৃষ্টি করেছে সরকারের পিছনে থেকে।’
জেলা ঐক্যর আহ্বায়ক মোফাখখারুল ইসলাম নবাবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য সবিদুর রহমান হিরু, নিউ জেনারেশন পার্টির কেন্দ্রীয় সম্পাদক নুর আলম সিদ্দিকী মামুন, জেলা ঐক্যর যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম বাবু, রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা শ্রী প্রশান্ত চন্দ্র রায় প্রমুখ।
মান্না বলেন, ‘সম্ভবনার বাংলাদেশে ৪৩ বছরের মধ্যে দুই দলের ৩০ বছরের দুঃশাসনে সকল সম্ভাবনা আজ মৃত প্রায়। এখন আর বিএনপি আওয়ামী লীগ দেশ গড়ার লড়াই করে না। তারা নিজেরা সারাদেশে নিজেদের মধ্যে অধিপত্যের লড়াই করছে।’
তিনি বলেন, ‘গত ৬ বছরে ক্ষমতাশীন আওয়ামী লীগের মধ্যে গোলাগুলি করে অন্তত ৫৬ জন মারা গেছে। শিক্ষাঙ্গণ আজ তাদের হাতে জিম্মি। সবক্ষেত্রেই ঘুষ, দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, হত্যা সন্ত্রাসে ছেয়ে গেছে। এখন মানুষ এই দুই দলের কাছে কেউই নিরাপদ নয়। এজন্যই দেশে তৃতীয় শক্তি হিসেবে বিকল্প প্লাটফর্ম দাঁড় করানো প্রয়োজন।’

এসময় তিনি সরকারের হলমার্ক, ডেসটিনি, ব্যাংক ডাকাতি, পদ্মা সেতু কেলেঙ্কারীসহ বিভিন্ন ইস্যুতে সমালোচনা করে বক্তব্য দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া