adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুরঞ্জিতকে ছাত্রলীগ সভাপতির চ্যালেঞ্জ

4_99788_0ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সোমবার ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত সংগঠনের সভাপতির এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি সোহাগ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যকে প্রত্যাখান করেন এবং তার ‘অসত্য, কল্পানাপ্রসূত’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে সম্প্রতি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে নিহত সুমনকে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুমনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তার পরিবারকে চিনি। তার পরিবার আজন্ম আওয়ামী লীগের সমর্থক। কিন্তু ছাত্রলীগের কেন্দ্র থেকে বলা হলো, সে ছাত্রলীগের কেউ না। এ নিয়ে আমি ও সিলেটবাসী কষ্ট পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাব, অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’
এর সঙ্গে পদ ও ভর্তি বাণিজ্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার আহ্বান জানান সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সোহাগ বলেন, ‘ছাত্রলীগের কমিটি নিয়ে প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেনগুপ্ত যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’
বিবৃতিতে সুরঞ্জিত সেনগুপ্তকে গণমাধ্যমের উপস্থিতিতে যেকোনো স্থানে বসে সিলেটের কমিটিতে বাণিজ্যের বিষয়টি প্রমাণ করার অনুরোধ জানানো হয়। অন্যথায় সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দেওয়া তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিবৃতিতে আরও বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত দেশের একজন প্রবীণ রাজনীতিবীদ ও আওয়ামী লীগ নেতা। তিনি আমাদের নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাই তার কাছ থেকে দেশের ছাত্রসমাজ এ ধরনের কল্পনাপ্রসূত বক্তব্য প্রত্যাশা করে না। তার উচিত ছিল বিষয়টি সম্পর্কে আরো জেনে ও একটু ভেবেচিন্তে বক্তব্য প্রদান করা।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিতে সুমন চন্দ্র দাস নামে একজন নিহত হন। ওই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ দাবি করেন, সুমন সংগঠনের কেউ না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া