adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে জাপানকে সমর্থন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছে বাংলাদেশ। এই পদে এশিয়া অঞ্চল থেকে জাপানের প্রার্থিতার প্রতি সমর্থন জানাবে বাংলাদেশ। 
শনিবার  জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঢাকা সফরকালে এই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। শিনজো অ্যাবে ২৪ ঘণ্টার সফরে বাংলাদেশ এসেছেন শনিবার দুপুরে। এরপর তিনি বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানেই বিষয়টি চূড়ান্ত হয়।
নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট সদস্যসংখ্যা ১৫টি। পাঁচ স্থায়ী সদস্যের ভেটোক্ষমতা থাকলেও অস্থায়ী সদস্যের ভেটোক্ষমতা নেই। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো দুই বছরের জন্য ১০টি অস্থায়ী সদস্য নির্বাচন করে। এই ক্ষেত্রে প্রতি অঞ্চল থেকে একটি সদস্যদেশ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ২০১৬-২০১৭ মেয়াদে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে প্রার্থী হয়েছে বাংলাদেশ। একই পদে এ অঞ্চল থেকে জাপানও প্রার্থী। এই অবস্থায় গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

এই বিষয়টি বাংলাদেশ সক্রিয় বিবেচনা করবে বলে তখন জানানোর পর কূটনৈতিক পর্যায়ে শর্ত আরোপ করা হয় যে, জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এসে এই আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে ইতিপূর্বে বাংলাদেশ দুবার নির্বাচিত হয়েছে। ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে। এবার বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করলে জাপানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। জাপান জাতিসংঘে সংস্কারের মাধ্যমে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ বৃদ্ধি করে সেখানে সদস্য হতে চায়। সংস্কারে আরও অনেক দেশ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে আগ্রহী। তাছাড়া, বর্তমান স্থায়ী সদস্য পাঁচ দেশ নতুন করে স্থায়ী সদস্য বাড়ানোর বিরোধিতা করছে। এমন জটিল পরিস্থিতিতে জাপান আপাতত অস্থায়ী সদস্য হওয়ার দিকে ঝুঁকেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া